যুক্তরাষ্ট্রের আদালতে বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াতের বিরুদ্ধে মামলা!
জালিয়াতি-প্রতারণার অভিযোগ
প্রকাশিত :
২২ অক্টোবর ২০২৩, ৭:১৫:৫৫
আপডেট :
২২ অক্টোবর ২০২৩, ৭:১৬:৪০
সাধারণ মানুষের সাথে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও তার বন্ধু জাভেদ মতিনের বিরুদ্ধে আমেরিকার কুইন্স কোর্টে মামলা হয়েছে। মামলার বিষয়টি নাগরিক টিভিকে উই আর দ্য পিপলের প্রিন্সিপাল জ্যাকব মিল্টন নিশ্চিত করেছেন।
মামলায় বিবাদী হিসেবে শিবলি রুবাইয়াত এবং জাভেদ মতিন ছাড়াও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নামে জালিয়াতি, মানিলন্ডানিং সহ চারটি কজ অফ অ্যাকশন বা অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে জানতে নাগরিক টিভির পক্ষ থেকে জ্যাকব মিল্টনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিভিন্ন সময় শিবলী রুবাইয়াত ও মতিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠানের আয়োজন করতো প্রবাসীদের বাংলাদেশের শেয়ারবাজারে ইনভেস্ট করার জন্য। যেখানে তারা নানা ধরনের মিথ্যা তথ্য দিতো। তাদের এসব মিথ্যা ও চকচকে বিজ্ঞাপণে প্রলুব্ধ হয়ে অনেকেই ইনভেস্ট করে প্রতারিত হয়েছে।
এরপর এই প্রতারণার বিচার চাইতে দেশে গেলে সাধারণ প্রবাসীদের উপর নেমে আসতো ভয়াবহ নির্যাতন-হুমকি। এমন এক ভিক্টিম এই মামলাটি করেন।
আমরা জ্যাকব মিল্টনের কাছে বাদীর নাম নিয়ে সন্দেওহ প্রকাশ করলে তিনি জানান, আমেরিকার আদালত বাদীর নিরাপত্তার বিষয়টি খুব ভালোভাবে দেখে। তাই মামলায় বাদীর ছদ্মনাম জন ডো ব্যবহার করা হয়েছে।
পাশাপাশি তিনি আরও যোগ করেন, যদি সত্যি নাম দেয়া হতো তাহলে দেশে বাদীর যে আত্মিয় রয়েছেন তাদের উপর নেমে আসতো ভয়াবহ নির্যাতন। যেটা শিবলীরা আগেও করেছেন।
শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সব সময়ই একজন বিতর্কিত ব্যক্তি ছিলেন। তিনি একটি কোম্পানির নামে ন্যাশনাল ব্যাংক থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে কখনই তা পরিশোধ করেছিলেন না। এর পরিপ্রেক্ষিতে ২০০৯ সাল থেকে গ্রেফতারি পরোয়ারা জারি ও আদালত কর্তৃক ঋণ খেলাপী হওয়া সত্ত্বেও তিনি বহাল তবিয়তে দীর্ঘদিন থেকে বাণিজ্য অনুষদের ডিন ছিলেন।
এছাড়াও মিলিয়ন ডলার জালিয়াতির সঙ্গে যুক্ত একটি ব্যাংক হিসাব থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম অর্থ পেয়েছেন বলে ‘অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট’ বা ওসিসিআরপিতে প্রকাশিত জুলকারনাইন সায়ের খানের এক প্রতিবেদনে উঠে এসেছে।
বিস্তারিত ভিডিও দেখতে এই লিংকে ক্লিক করুন: https://www.youtube.com/watch?v=LjFsIhcqb4c&ab_channel=NagorikTV