প্রকাশিত : ২২ জুন ২০২৩, ৪:৩১:২৫
বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন অনুমোদিত আসর গ্রাঁ প্রিতে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের নাফিসা তাবাস্সুম। চতুর্থ ধাপে উঠতে পারলে স্বর্ণের লড়াইয়ে থাকতে পারতেন বাংলাদেশ গেমসে স্বর্ণজয়ী এই শুটার। এদিন প্রতিযোগিতায় তৃতীয় ধাপে গিয়ে পদক জেতেন নাফিসা। প্রথম সেমিতে দ্বিতীয় সেরা হয়ে জায়গা করে নেন পদকের লড়াইয়ে। সেখানে চার জনের মধ্যে তৃতীয় হন এই শুটার। নাফিসার স্কোর ছিল ৩৭। ১৫ নম্বর শটে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে বাদ পড়েন নাফিসা। বাংলাদেশের সাজিদা হক বাদ পড়েছেন সেমিফাইনাল থেকেই। আরেক প্রতিযোগী আতিকিয়া হাসান বাছাই পর্বই পার হতে পারেননি। শেষ ধাপ পর্যন্ত টিকে থেকে এই ইভেন্টে স্বর্ণ জিতে নিয়েছেন রোমানিয়ার শুটার লুরা-জর্জিটা ইলি। আন্তর্জাতিক শুটিংয়ে নতুন নিয়ম অনুযায়ী ফাইনালে লরার স্কোর ছিল ৪৯। ৪৫ দশমিক ৫ স্কোর করে দ্বিতীয় হয়েছেন ইন্দোনেশিয়ার সালসাবেলা খায়রুন্নেসা। এদিকে, ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে সেমিফাইনাল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের শোভন চৌধুরী ও রাব্বি হাসান। আটজনের মধ্যে শোভন হয়েছেন পঞ্চম এবং রাব্বি হয়েছেন ষষ্ঠ।দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়েন তারা।