প্রকাশিত : ২২ জুন ২০২৩, ৪:৩০:২২
চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৩তম আসরে এবার চ্যাম্পিয়ন হয়েছেন চকরিয়ার জীবন বলি। তিনি কুমিল্লার শাহজালাল বলীকে হারিয়ে এ শিরোপা অর্জন করে। বলি খেলার আয়োজন সরাসরি উপভোগ করতে লালদীঘি চত্বরের চতুর্দিকে অসংখ্য মানুষ জড়ো হয়। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে এ বলি খেলা উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মুহাম্মদ তানভীর। খোলা শেষে চট্টগ্রাম সিটি মেয়র এবং এ খেলার প্রধান পৃষ্ঠপোষক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এবারের বলি খেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৮৪ জন বলি অংশ নিয়েছে। বলি খেলাকে ঘিরে লালদীঘি এলাকায় ৩দিনের বৈশাখী মেলা চলছে।