প্রকাশিত : ২১ জুন ২০২৩, ৭:৫৩:৪২
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। তবে গোপন বুথ থাকবে ক্যামেরার আওতার বাইরে। নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণে বসানো হয়েছে ৮৫০টি সিসি ক্যামেরা। ভোটকেন্দ্রের ভেতরে নির্বাচন সংশ্লিষ্ট কর্মী, প্রার্থীদের এজেন্ট আর ভোটারের বাইরে যেন কেউ না থাকতে পারে, সেটি নিশ্চিত করতে দূর থেকে পর্যবেক্ষণে এ ব্যবস্থা নেয়া হয়েছে। ইসি সূত্র জানায়, কুমিল্লায় ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি ভোটকক্ষের প্রতিটিতে বসানো হচ্ছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। যদিও ভোটের পরিবেশ সুষ্ঠু না হলে ওই কেন্দ্রে নির্বাচন বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে ইসি। কমিশনার (ইসি) মো. আলমগীর জানান, জোর করে ভোট আদায় ঠেকাতে খুবই শক্ত অবস্থানে ইসি। যদি কোনো তথ্য আসে যে অনিয়ম হয়েছে, তাহলে আমরা নির্বাচন বন্ধ করে দেব। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, ভোটের আগের দিন থেকে ভোটের পরের দিন সকাল পর্যন্ত সব কার্যক্রম সিসি ক্যামেরায় রেকর্ড থাকবে। কেউ অভিযোগ দেয় কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে, ফলস ভোট দেয়া হয়েছে, তাহলে আমরা দেখে ব্যবস্থা নিতে পারব। নির্বাচন কমিশনের আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহানসিং একসেস টু সার্ভিসেস বা আইডিইএ-২ প্রকল্পের উপ-পরিচালক (কমিউনিকেশন) শাহরিয়ার আলম শাওন বলেন, প্রতিটি কেন্দ্রের প্রবেশপথে ও ভোটকক্ষের প্রবেশপথে ক্যামেরা থাকবে। তবে গোপন বুথ অর্থাৎ যেখানে ভোটাররা ভোট দেন, সেই বুথ সিসি ক্যামেরার আওতামুক্ত থাকবে। বুধবার (১৫ জুন) নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৮৯টি অতিঝুঁকিপূর্ণ, ৯টি ঝুঁকিপূর্ণ ও ৭টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। হিজড়া ভোটার দুজন।