প্রকাশিত : ২১ জুন ২০২৩, ৭:৫২:৫২
ফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলা ও পুলিশের গুলিতে রক্তাক্ত হয়েছে শরীয়তপুরের বিলাশপুর ইউনিয়ন পরিষদ (ইউপি)। পুলিশের গুলিতে মায়ের কোলে থাকা দুই বছরের এক শিশু এখন লড়ছে মৃত্যুর সাথে। গুলিবিদ্ধ শিশু ও তার মাসহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে শিশুটির অবস্থা আশঙ্কজনক বলে জানিয়েছেন জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। প্রার্থীর সমর্থকদের হামলায় কয়েকজন নির্বাচনি কর্মকর্তা আহত ও ভোটের মালামাল খোয়া যাওয়ার কথা জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা। ইউপির ৮ নম্বর ওয়ার্ডের রহিম উদ্দিন মালাই মৃধা কান্দি একতা যুব সংঘ কেন্দ্রে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন রুবিনা আক্তার, তার দুই বছরের কন্যা লামিসা এবং ইমরান বেপারী। এ তথ্য নিশ্চিত করেছেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।