প্রকাশিত : ২০ জুন ২০২৩, ১০:৪৫:৩১
নিউ ইয়র্কে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। কর্মস্থল জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ফেরার পথে নিজ বাড়ির সামনে মোদাসসার খন্দকার নামের ব্যক্তিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। স্থানীয় সংবাদমাধ্যম সিবিএস নিউ ইয়কের্র প্রতিবেদনে বলা হয়েছে, ব্রুকলিনে স্থানীয় সময় বুধবার রাত ১টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থল ব্রুকলিনের শহরতলির সাইপ্রেস হিলসে পুলিশ পৌঁছে মোদাসসার খন্দকার কে ফুটপাতের ওপর চেতনাহীন অবস্থায় উদ্ধার করে। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) এক কর্মকর্তা জানান, ইস্ট নিউ ইয়র্কের গ্লেনমোর অ্যাভিনিউয়ের কাছে ফরবেল স্ট্রিটে এই ঘটনা ঘটে। স্থানীয় কমিউনিটি কর্মী খাইরুল ইসলাম খোকন জানান, গাড়ি ছিনতাইয়ের সময় বাধা দিলে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। ৩৬ বছর বয়সী মোদাসসারকে উদ্ধার করে জ্যামাইকা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তদন্ত করছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ব্রুকলিন পুলিশ। সাম্প্রতিক সময়ে এই এলাকায় অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সাইপ্রাস হিল নামের এই শহরতলিটি ব্রুকলিন এবং কুইন্সের সীমান্ত অঞ্চলে থাকায় এখানে নিরাপত্তাবাহিনীর তদারকি খানিকটা কম। যার সুযোগ নিচ্ছেন অপরাধীরা। প্রতি সপ্তাহে এখানে ব্যবসা-প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটে বলে জানান স্থানীয় কমিউনিটি কর্মী। তিনি আরও বলেন, গত এক মাসে এই শহরতলিতে অন্তত সাত পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। দুর্বৃত্তের গুলিতে অনেক বাসিন্দাই হতাহত হচ্ছেন।