নাগরিক স্পেশাল রিপোর্ট
প্রকাশিত : ০৫ মে ২০২৪, ১১:৫১:৫০
বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার নতুন কমিটিতে আগামী তিন বছরের জন্য ১১ জন বোর্ড অব ডাইরেক্টর সদস্যদের ভোটে সভাপতি পদে এড.এম রহমান জহির এবং সাধারন সম্পাদক পদে আরিফ আহমেদ আশরাফ নির্বাচিত হয়েছেন।
গত রবিবার ফ্লোরিডার পাম বীচের একটি রেস্তোরায় অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবিএম গোলাম মোস্তফার সঞ্চালনায় সভায় শুরুতে সভাপতি মোহাম্মদ রহমান জহির তার বক্তব্যে গত এক বছরে সংগঠনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ,প্রবাসী বাংলাদেশীদের এবং বিভিন্ন সংগঠনের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ এমরান তার বক্তব্যবে সবাইকে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি পাশাপাশি তিনি জনাব এবিএম গোলাম মোস্তফা কে সংগঠনের হিসাব-নিকাশের নথিপত্র এবং গত বছরের ফুড ফেয়ার হিসাব চার্টার একাউন্টেট এর কাছে অনতিবিলম্বে প্রদান করার জন্য অনুরোধ করেন এবং বলেন এসোসিয়েশনের জন্মলগ্ন থেকেই বোর্ড অব ডাইরেক্টররাই সর্বময় ক্ষমতার অধিকারী। গত এক বছরের সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিশদভাবে আলোচনা করেন সাংগঠনিক সম্পাদক আউয়ালে দয়ান, প্রচার সম্পাদক মোঃ খোরশেদ, পরিচালকমণ্ডলী সদস্য আলমগীর কবির, মাজহারুল ইসলাম, মোহাম্মদ মহসিন, রফিকুল হক, প্রমুখ।
এছাড়া বার্ষিক সাধারন সভায় বক্তব্য দেন উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল ওয়াহেদ মাহফুজ, মোঃ সৈয়দ হারুন,নুরু শেখ, মোহাম্মদ হারুন, মাহবুব চৌধুরী,অসীম কুমার টিটু,পপি ইসলাম, শামসুন্নাহার, মোলসারি খানম প্রমুখ। সভায় ৩০ সদস্যের ত্রি-বার্ষিক একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে এই কমিটিকে অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টার মোহাম্মদ এমরান কমিটির সদস্যদের সবার মাঝে পরিচয় করিয়ে দেন।
কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যা হলেন- প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইমরান, সিনিয়র উপদেষ্টা আব্দুল ওয়াহেদ মাহফুজ, সিনিয়ার উপদেষ্টা সৈয়দ হারুন, সিনিয়র উপদেষ্টা এমরানুল হক চাকলাদার, উপদেষ্টা ডক্টর শামসাদ বেগম, উপদেষ্টা আকবর হোসেন মোহন, উপদেষ্টা আলমগীর কবির, উপদেষ্টা রুবাইয়া মামুন, উপদেষ্টা মোহাম্মদ মনিরুজ্জামান, উপদেষ্টা একেএম হোসেন হিটু ও উপদেষ্টা নুর উদ্দিন শেখ।
বোর্ড অব ডাইরেক্টর মেম্বার হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তাঁরা হচ্ছেন প্রেসিডেন্ট এড. এম রহমান জহির। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবিএম গোলাম মোস্তফা, ভাইস প্রেসিডেন্ট রানা হক ,জেনারেল সেক্রেটারী আরিফ আহমেদ আশরাফ। ট্রেজারার - এস,আই জুয়েল এবং ডাইরেক্টরস - ইফতেখার চৌধুরী রিঙ্কু, আলমগীর কবির ,রফিকুল হক ,কবীর চৌধুরী তুহিন , মহসিন রহমান , মাজহারুল ইসলাম। এছাড়া অন্যান্য যারা কমিটির অন্তর্ভুক্ত হোন তারা হলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ এমরান , সম্পাদক মন্ডলীতে স্থান পায় সাংগঠনিক সম্পাদক আউয়াল দেয়ান,প্রচার সম্পাদক খোরশেদ ,যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহেদ ,রেজাউল ইসলাম , রফিকুল ইসলাম এবং মোহাম্মদ হাবিবুল্লাহ ( প্রচার উপদেষ্টা )।
কাযর্করী কমিটির সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তামান্না আহমেদ, এমরান জনি, কুতুবউদ্দিন, মহিউদ্দিন ভুট্টো, আনোয়ারুল করিম শাহীন, আবু টি খান, সিরাজুল ইসলাম তালুকদার, রাশেদ চৌধুরী টিটু, তানভীর আহমেদ, মোহাম্মদ হারুন চৌধুরী, তৌহিদুল আলম টিটু, মোলসারি খানম, পপি ইসলাম, শামসুন্নাহার, উত্তম কুমার দে, অসীম রায়, মাহবুব চৌধুরী, ফয়সাল আহমেদ, নাজমুস সাকিব, ও নাজমুন আকিব প্রমুখ।