ঢাকার সাত কেন্দ্রে সৌদি কুয়েতগামীদের টিকা শুরু
প্রকাশিত :
২২ জুন ২০২৩, ৬:০৫:৩৭
আপডেট :
২১ সেপ্টেম্বর ২০২৩, ৫:০৭:৫৪
ঢাকার সাতটি কেন্দ্রে শুরু হয়েছে সৌদি আরব ও কুয়েতগামী কর্মীদের ফাইজারের ভ্যাকসিন দেয়ার
কার্যক্রম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্যাকসিন নিতে আসছেন বিদেশগামী কর্মীরা। বুধবার (৭
জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের টিকাদান কেন্দ্র পরিদর্শনে
আসেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো- বিএমইটি’র মহাপরিচালক শহীদুল আলম
এনডিসি।
এ সময় তিনি সাংবাদিকদের জানান, বিদেশগামী কর্মীদের টিকার জন্য বিএমইটি ও সুরক্ষা
ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সফল হয়েছে। একই সাথে স্বাস্থ্য বিভাগ থেকে সফলতার সাথে টিকা
দেয়া হচ্ছে। এর মাধ্যমে আমাদের এতদিনের কষ্ট ও বিভ্রান্তি আজ কেটে গেলো। এখন সৌদি
আরব ও কুয়েতগামী কর্মীদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে। তবে অনান্য দেশের কর্মীরাও টিকা
পাবেন।
তিনি আরো বলেন, বিএমইটি ও সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত রয়েছে। এমনকি
গতকাল যারা সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করেছেন তারা আজকেই টিকা নিতে এসেছেন। একদিনেই
তারা টিকা সেন্টার ও শিডিউল পেয়েছেন। আমরা এটিই চেয়েছিলাম, প্রবাসী কর্মীরা যেন নিবন্ধন
করা মাত্রই যেন টিকা পেয়ে যায়।
বিএমইটি মহাপরিচালক বিদেশগামী কর্মীদের উদ্দেশ্যে বলেন, সরকারের উপর আপনারা আস্থা
রাখন, সেবার মান এখন বৃদ্ধি পেয়েছে। পরবর্তী পর্যায়ে ঢাকার বাইরেও অনান্য দেশের কর্মীরা
করোনার ভ্যাকসিন পাবেন।
সৌদি আরব ও কুয়েতগামী কর্মীদের বিএমইটি’র এই নিবন্ধন করার পর তা সফল হলে তারপর
সরকারের ‘সুরক্ষা’ ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে টিকার জন্য নিবন্ধন করতে হবে। সুরক্ষায়
নিবন্ধনের পর মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে টিকার কেন্দ্র ও তারিখ জানানো হবে।
ঢাকার সাতটি হাসপাতালে প্রবাসী কর্মীদের টিকা কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।
কেন্দ্রগুলো হলো- ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ
মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা
জেনারেল হাসপাতাল।