বিএনপি নেতাকর্মীদের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে
প্রকাশিত : ২৪ মার্চ ২০২৫, ৬:০৫:০০
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলা হয়েছে। নোয়াখালীর হাতিয়া উপজেলায় এই হামলা হয়। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় হান্নান মাসউদসহ এনসিপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়বিএনপিনেতাকর্মীদেরনেতৃত্বেএইহামলারঘটনাঘটেছে বলে জানিয়েছেন হান্নান মাসউদ।
এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে রাত সাড়ে ৮টা থেকে জাহাজমারা বাজারে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন এনসিপির কর্মী-সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডের একাধিক টিম। রাত সাড়ে ১০টা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাজমারা বাজারে নেতাকর্মীদের নিয়ে পথসভা করছিলেন হান্নান মাসউদ। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এসে পথসভায় হামলা চালান। প্রতিবাদে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন হান্নান মাসউদ ও তার অনুসারীরা।
এইচএস