বাংলাদেশে চলমান ছাত্র-জনতার আন্দোলনের পক্ষে জার্মানির মিউনিখ শহরে প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ।
প্রকাশিত : ২৩ জুলাই ২০২৪, ৯:০৫:৪৯
গত ২০ শে জুলাই রোজ শনিবার জার্মানির মিউনিখ শহরের Wittelbacher Platz(Odeonsplatz) এ বাংলাদেশে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে এক বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে জার্মানির বিভিন্ন শহর থেকে প্রায় চার শতাধিক প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশী কমিউনিটি ইন মিউনিখের ব্যানারে উক্ত সমাবেশের অফিসিয়াল আয়োজক ছিলেন মিউনিখের বিশিষ্ট ব্যবসায়ী জনাব রেজুওয়ান ইসলাম রাজু এবং সমাবেশটি অফিসিয়ালি পরিচালনা করেন অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী জনাব মোঃ সাব্বির আহমেদ।
এছাড়াও মিউনিখ শহরের বাংলাদেশী কমিউনিটির অনেক দায়িত্বশীল ব্যক্তিরা প্রোগ্রামটি সফল করতে সার্বিক সহযোগিতা করেছেন।
মাঝারি মানের বৃষ্টিপাতের মধ্যেই বিকাল ৬ টায় পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরবর্তীতে বাংলাদেশে চলমান আন্দোলনে শহীদ শিক্ষার্থী ও জনতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
তারপরে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে একটা নিউজ রিপোর্ট পড়ে শোনানো হয়। তারপরে শুরু হয় বক্তব্য দেবার পালা। বিভিন্ন বক্তারা বাংলাদেশে চলমান হত্যাকাণ্ড ও দমন নিপীড়ন বন্ধ করার জন্য ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারের উপরে চাপ দেবার জন্য জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মানি সহ বিভিন্ন দেশ ও সংস্থার কাছে আবেদন জানান।
অনেকেই এই হত্যাকাণ্ডের দায়ে বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারের পদত্যাগ এবং শেখ হাসিনার বিচারের দাবি জানান। এছাড়াও চলমান আন্দোলনে ক্ষতিগ্রস্থ ও শাহাদতবরণকারীদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য অনেক বক্তা দাবি জানান।
প্রোগ্রাম চলাকালীন সময় সমগ্র এলাকা বারবার স্লোগানে প্রকম্পিত হয়। এই প্রোগ্রামে উপস্থিতিদের কাছে থেকে সাক্ষর সংগ্রহ করা হয়েছে যা পরবর্তীতে জার্মানির বাভারিয়ান রাজ্য পার্লামেন্টে জমা দেয়া হবে।
দূর দূরান্ত থেকে এসে প্রোগ্রামটি সফল করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে রাত ৮ টার সময় উক্ত প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।