বিএনপি নেতাকর্মীদের কারাগারে মৃত্যু নিয়ে উদ্বেগ জার্মান বিএনপির
আর এ খান, নির্বাহী সম্পাদক
প্রকাশিত :
০৯ ডিসেম্বর ২০২৩, ১:৫৬:৫৬
আপডেট :
১০ ডিসেম্বর ২০২৩, ১০:০৮:১৪
সম্প্রতি কয়েকজন বিএনপি নেতা কর্মীর কারাগারে মৃত্যুর ঘটনায় জার্মান বিএনপির নেতা কর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
আজ শনিবার এক ভার্চুয়াল আলোচনা সভায় বাডেন ভুর্টেমবার্গ রাজ্য শাখা বিএনপির সভাপতি তরিকুল ইসলাম মুক্তি বলেন অন্যায় ভাবে বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেফতার ও কারাগারে নির্যাতন করে তাদেরকে হত্যা করা হচ্ছে। আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে জার্মান বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুলফিকার আলী মনা বলেন আন্দোলনকে বাধা গ্রস্থ করতে সারাদেশের নেতা কর্মীদের ভীত সন্ত্রস্থ করার লক্ষ্যেই সরকার পরিকল্পিত ভাবে বিএনপি নেতা কর্মীদেরকে কারা হেফাজতে হত্যা করে যাচ্ছে। অসুস্থ্য হলেও যথাসময়ে চিকিৎসা না দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেন উক্ত রাজ্য শাখা বিএনপির প্রধান উপদেষ্টা আকতারুল আলম বাবুল। এসময় তিনি নিহত সকল নেতা কর্মী হত্যার সুষ্ঠ তদন্ত দাবী করেন। আলোচনার একপর্যায়ে সাধারণ সম্পাদক খোরশেদ আলম নিহত নেতা কর্মীদের পরিবারের পাশে আর্থিক সাহায্য নিয়ে দাঁড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সকলের বক্ত্যবের প্রতি সমর্থন জানিয়ে বাডেন ভুর্টেমবার্গ রাজ্য শাখা বিএনপির উপদেষ্টা মুক্তিযোদ্ধা সৈয়দ নিরক হোসেন দুলাল বলেন দেশ ও মানুষ বাঁচাতে স্বৈরাচার হাসিনা সরকারের পতন নিশ্চিত করার লক্ষে এই মুহূর্তে সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোনো বিকল্প নাই। আলোচকদের পাশাপাশি সভায় স্থানীয় নেতৃবৃন্দদের মধ্যে আরো উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব,শামীম হোসেন,কবীর পাটোয়ারী সহ প্রমূখ।