তিনটি ধাপেই মিলবে আমিরাতের ই-আইডি কার্ড
প্রকাশিত :
২১ জুন ২০২৩, ৯:৪২:০১
আপডেট :
২১ সেপ্টেম্বর ২০২৩, ৫:০৭:৫৪
আপনি যদি আপনার সংযুক্ত আরব আমিরাতের আইডি কার্ডের কোনো হার্ডকপি না পেয়ে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনি অ্যাপের মাধ্যমে সহজ তিনটি ধাপে ই-কার্ড বের করতে পারেন এবং সেটি ব্যবহার করতে পারেন।
সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) আমিরাত আইডির একটি নতুন উন্নত সংস্করণ প্রদান শুরু করেছে। মুদ্রিত না হওয়া পর্যন্ত এই স্মার্ট আইডির ই-সংস্করণ ব্যবহার করতে পারেন। আইডি পাওয়ার জন্য প্রয়োজনীয় অ্যাপটি প্লেস্টোর বা আইস্টোরে পাবেন।
আইডির এই অনলাইন সংস্করণ সকল ধরনের সরকারি পরিষেবার কাজে ব্যবহার করা যাবে। এটি সাধারণ আইডি কার্ডের মতোই বৈধ। এই কার্ডের মাধ্যমে সকল পরিষেবা নিশ্চিত করতে সব দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছে আইসিএ।
সোমবার টুইটবার্তায় ই-এমিরেটস কার্ড পাওয়ার তিন ধাপের কথা জানিয়েছে আইসিএ। সেগুলো হলো-
# প্রথমে আইসিএ অ্যাপ (ICA UAE Smart) ডাউনলোড করুন।
# ইলেক্ট্রনিক কার্ড তৈরির জন্য অ্যাপের ‘document wallet’ এ কিউআর কোড স্ক্যান করুন।
# এরপরই পেয়ে যাবেন ইলেক্ট্রনিক আইডি কার্ড। এটি সব ধরনের কাজে ব্যবহার করতে পারবেন।