জন্মদিনের পার্টিতে অতর্কিত বন্দুক হামলা: আহত ৪
প্রকাশিত :
২১ জুন ২০২৩, ৯:৩৭:৪৫
আপডেট :
২১ সেপ্টেম্বর ২০২৩, ৫:০৭:৫৪
কানাডার টরন্টো শহরের ইটোবিকক অঞ্চলে সদ্য জন্ম নেয়া এক শিশুর জন্মদিনের পার্টিতে আচমকা বন্দুক হামলায় ৩শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক মারাত্মকভাবে আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কানাডাতে এধরনের অতর্কিত বন্দুক হামলার ঘটনায় শিকার হওয়া শিশুদের মধ্যে এটিই হল সর্বশেষ বড় ঘটনা।
বন্দুকহামলায় ৫ বছর বয়সী এক শিশু মারাত্মকভাবে আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে অন্যদের সাথে চিকিৎসাধীন রয়েছে মারাত্মক আহত হওয়া ওই শিশুটি।
গত বছর নর্থ ইয়র্কে ১২ বছরের একটি শিশু আচমকা হামলায় নিহত হওয়ার পর গত শনিবারের ঘটনা ঘটনাটি সর্বশেষ। টরন্টো পুলিশের দেয়া তথ্য মতে এটি এই শহরে এটি ১৫৪ তম ঘটনা এবং প্রতি বছরই এর পরিমাণ বেড়ে চলছে। যার শিকার হচ্ছেন তারা সবাই শিশু এবং কিশোর।
এর আগে ২০১৮ সালে একটি খেলার মাঠে ৫ ও ৯ বছরের দুই বোন এরকমই একটি অতর্কিত হামলায় আহত হয়, অনেক প্রত্যক্ষদর্শী শিশু এর ফলে ট্রমায় আক্রান্ত হয়ে পড়েন। সে সময় ৫ বছরের মেয়েটির তলপেটে গুলি করা হয় এবং ৯ বছরের শিশুটিকে গুলি করা হয় পায়ের গোড়ালিতে।
গত ৬ ডিসেম্বর ১৯৮৯ সালে মন্ট্রিল ম্যাসাকার নামে পরিচিত একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এর আগেও কানাডায়, যেখানে একজন উন্মাদ বন্দুকধারী একাধারে ১৪ জন নারীকে খুন করে ইকোল পলিটেকনিকে।
রিয়ারসন ইউনিভার্সিটির স্কুল অব ম্যানেজম্যান্ট এর গবেষণা ও আবিষ্কার বিভাগের ভাইস প্রেসিডেন্ট এবং একই সাথে কানাডার গান কন্ট্রোল লবির প্রেসিডেন্ট ওয়েন্ডি কুকিয়ার মন্ট্রিল দুর্ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই এ ধরনের দুর্ঘটনা রোধ করার জন্য একটি গান কন্ট্রোল কোয়ালিশন তৈরি করেন।
তিনি বহুদিন যাবৎ এই ধরনের বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন। কুকিয়ার বলেন, এরকম একটু জটিল সমস্যার কোনো সহজ সমাধান নেই। গত ৩০ বছর ধরে আমরা এই সমস্ত সমস্যার সমাধান করতে কাজ করছি। বন্দুক এর সহজলভ্যতা কমিয়ে আনার ফলে এই সমস্যা নিয়ন্ত্রণে আসে এটা দেখা গেছে।
তিনি আরো বলেন, বন্দুক সন্ত্রাসের এই বিষয়টি কোন উন্নতি হচ্ছে না এবং এই পরিস্থিতিতে আমাদেরকে এই বার্তাই দেয় যে আমাদের আসলে আরো গভীর রণকৌশল দরকার বন্দুক নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু তাতেই শেষ হবে না আমাদের উচিত এর মূল খুঁজে বের করা এবং এসব ঘটনায় বিচারব্যবস্থা যেন ঠিকঠাক মত কাজ করে সেটা নিশ্চিত করা।
২০১২ সালে ডেনজিগ এভিনিউ শুটিং বলে পরিচিত আর একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে কানাডায়। ১৪ বছরের শায়েনি চার্লস এবং ২৩ বছর এর জসুয়া ইয়াসেই এই দুর্ঘটনায় নিহত হন। ফলরুন্সো ওউসু নামে ১৭ বছরের এক তরুণ এলোপাথাড়ি গুলি চালালে এই দুজন ঘটনাস্থলেই নিহত হন এবং ২৩ জন মানুষ মারাত্মকভাবে আহত হন। ২০১৬ সালে ফলরুন্সো ওউসুর মৃত্যুদণ্ড হয়।
এর পরপরই ২০১৩ সালে ২০ মার্চ জিরো গান ভায়োলেন্স মুভমেন্ট এর প্রতিষ্ঠা করেন লুইস মার্চ। তখন থেকে তিনি এই বিষয়ে কাজ করে আসছেন। লুইস মার্চ একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি বলেন, বৈষম্যের ক্ষেত্রে টরন্টো শহরের সেরা শহর হয়ে উঠেছে। রোজভেলি এবং লেক্সসটিলে বসবাস করার মধ্যে একটি পার্থক্য আছে।
তিনি আরও বলেন, গুলি করার এ ধরনের ঘটনা প্রমা এবং দুঃখের কারণ। আমরা যদি এই ট্রমা মোকাবেলা না করি এটি নিজেই আরেকটি ভায়োলেন্স এ পরিণত হবে।’