প্রকাশিত : ২০ জুন ২০২৩, ১০:৩৮:৫১
হাসনাত কাইয়ুম,রাষ্ট্রচিন্তা,ঢাকা। আসলে আমরা কিন্তু সবই জানি, কারখানা যে কোড মেনে বানানো হয়না, পরিদর্শক যে মাসোহারা নেয়, মালীক যে ট্যাক্স ফাঁকি দেয়ার জন্য, লোন সুবিধাসহ নানাবিধ সুবিধার জন্য সরকারী দল করে, এর সবই আমরা জানি ।আসলে আমরা সবাই জানি, এইসব কারখানাগুলিতে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকেনা, ইমার্জেন্সি দরজা থাকেনা, সিড়ি থাকে না, কর্মীদের এপয়েন্টমেন্ট লেটার থাকেনা, রেজিস্ট্রার থাকেনা, এখানে বাচ্চাদের কাজ দেয়াটাকেই মানবিকতা হিসাবেই দেখা হয় ।আসলে আমরা সবাই জানি, এটা শুধু কারখানার বিষয় না, এটা শুধু লেগুনার পিছনে ঝুলে থাকা শিশুটির কথা না, এটা শুধু প্রটেকশন ছাড়া ১৫ তলায় দেয়াল রং করা মিস্ত্রিীর কথা না, সেফটি ট্যান্কি পরিস্কার করতে যেয়ে সাফাই কর্মীদের সাফাই হয়ে যাওয়ার ঘটনা না, এটাই আমাদের শিশুদের, যুবকদের, সকল প্রকার গতরখাটা মানুষদের নৈমিত্তিক নিরাপত্তা পরিস্থিতি । আমাদের কারোরই জীবনের নিরাপত্তা নাই বলেই, আমরা আলাদা করে শিশু শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উব্দিগ্ন হতে পারিনা, সাময়িকভাবে হলেও বেশিক্ষন এ্ই উদ্বেগ ধরে রাখতে পারি না ।আমরা এও জানি, এটা শুধু আমাদের কর্মক্ষেত্রের বিষয় নয়, রাষ্ট্রের যতগুলি স্তর আছে, দোলনা থেকে কবর পর্যন্ত তার প্রত্যেকটি স্তরে একই অবস্থা ।আমরা এও জানি, প্রত্যেক গাছের যেমন একটা গোড়া থাকে, তেমনি রাষ্ট্রীয় সমস্যাগুলিরও একটা মুল থাকে । সে বিষবৃক্ষের গোড়া না কেটে, আপনি যত চেষ্টাই করুন না কেন, যত ডালপালাই ছাটুন না কেন, এর ফল থেকে রেহাই নাই ।আমরা এর সবই জানি, কিন্তু আমাদের আলাপ শুনলে মনে হবে, এইযে আগুনে পোড়া সমস্যা এটা যেন একটি কারখানার অগ্নি-নির্বাপক যন্ত্রপাতি নিয়ে অবহেলার সমস্যা, বিচারহীনতার সমস্যা নিয়ে আলাপ শুনলে মনে হবে এটা যেন একজন দারোগার দায়িত্ব পালন না করার সমস্যা, চিকিৎসা ব্যবস্থার সমস্যা নিয়ে আলাপ শুনলে মনে হয় এটা স্বাস্থ্য বিভাগের ক্রয় দুর্নিীতির সমস্যামাত্র । আর এইসব আলাপের ভেতর দিয়ে ‘আমরা কেশের আড়ে পাহাড় লুকাই’ । চোখের ৬ ইঞ্চি সামনে ২টি অঙুল ধরলে যেমন হিমা্লয়কেও আড়াল করে ফেলা সম্ভব, এও অনেকটা তেমনই ।দোহাই আপনাদের ! ছাই হয়ে যাওয়া এইসব বাচ্চাদের অঙ্গারের দোহাই, সাহসে না কুলালে চুপ থাকুন, বিপদ ঘাড়ে নিতে না চাইলে গোপনে কাঁদুন কিন্ত তবুও এইসব মোলায়েম মিথ্যাচার কইরেন না । রাষ্ট্র-সরকার-ব্যবস্থার ভুমিকা এবং দায়কে ছাড় দিয়ে শুধু একটা -দুইটা সুবিধাভোগীর চামরা দিয়ে ডুগডুগি বাজানোর খায়েশ ব্যক্ত করে, বিভ্রান্ত কইরেন না । দেখতে চাইলে এখনো পুরো রাষ্ট্রটাকে দেখুন, সরকার ব্যবস্থাটিকে দেখুন, রাষ্ট্র চালানোর অর্থনৈতিক আইন, প্রশাননিক আইন, রাজনৈতিক আইন, এর সবগুলিকেই দেখুন । এই তালা লাগানো অগ্নিকুন্ড থেকে বের হওয়ার পথ কি, উপায় কি তা দেখুন । পথ না পেলে পথ খুঁজুন । মন দিয়ে খুঁজলে, পথ বের হবে ।