প্রকাশিত : ০৭ মার্চ ২০২৫, ১২:০৮:১৪
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরুর জন্য প্রাথমিকভাবে ১৪ মার্চ দিন নির্ধারণ করা হয়েছে। রেলের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন। রেল কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের চাহিদা অনুযায়ী রুট চূড়ান্ত করা হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
মোহাম্মদ মহিউদ্দিন আরিফ জানান, রেলের যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আগামী ৯ মার্চ রেল ভবনে একটি সভা হওয়ার কথা রয়েছে। এরপরই টিকিট বিক্রি শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
রেলওয়ে জানায়, এবারও ঈদের সব আগাম টিকিট বিক্রি হবে অনলাইনে। কাউন্টারে কোনো আগাম টিকিট পাওয়া যাবে না।
এবার ঈদ উপলক্ষ্যে মোট ৫ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। আর ঈদযাত্রা শুরু হবে ২৪ মার্চ থেকে।
এবারও ঈদে বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানো হতে পারে। তবে বিশেষ ট্রেনের সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি।
এইচএস