জায়েদদের শপথ পড়ালেন ইলিয়াস কাঞ্চন
প্রকাশিত :
২১ জুন ২০২৩, ১০:৫৬:৩৩
আপডেট :
২১ সেপ্টেম্বর ২০২৩, ৩:৩৫:৫০
কোর্টের রায়ের কপি দেখার পর চিত্রনায়ক জায়েদ খান ও তার প্যানেলের নির্বাচিত কয়েকজন সদস্যকে শপথ বাক্য পাঠ করিয়েছেন ইলিয়াস কাঞ্চন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির নির্বাচিত সভাপতি।
শুক্রবার (৪ মার্চ) বিকেলে এফডিসিতে এই শপথবাক্য পাঠ করান ইলিয়াস কাঞ্চন। চিত্রনায়ক জায়েদ খান ছাড়াও শপথবাক্য পাঠ করেন গুণী অভিনেত্রী সুচরিতা, অরুণা বিশ্বাস ও ডিপজল। এসময় অঞ্জনা সুলতানাকেও দেখা যায়। তবে তাকে শপথ পাঠ করতে দেখা যায়নি।
শপথবাক্য পাঠ করানোর আগে ইলিয়াস কাঞ্চন বলেন, আইনের অশ্রদ্ধা করতে পারি না। যেহেতু কোর্টের সার্টিফাই কপি আমাকে দেখিয়েছে, সেহেতু সেটাকে আমি অ্যাকসেপ্ট করে আমি আজকে উনাদের শপথবাক্য পাঠ করাচ্ছি। শপথ শেষে সংবাদ সম্মেলন করেন তারা।
এসময় একজন সাংবাদিক ইলিয়াস কাঞ্চনের কাছে জানতে চান, একই সভাপতি দু’জন সাধারণ সম্পাদককে শপথ পড়াতে পারেন কিনা? জবাবে তিনি বলেন, আগের সাধারণ সম্পাদক যিনি ছিলেন, তিনি সেসময় বৈধ ছিলেন। পাঠ করিয়েছি। তারপর মামলা-মোকদ্দমা হয়েছে, এখন কোর্ট যেভাবে আমাকে নির্দেশনা দিয়েছে। আমাকে সেইভাবেই করতে হবে। এর বাইরে তো আমি যেতে পারব না। যদি কোনো নিয়ম থাকে, তাহলে আপনি আমাকে বলেন।
আরেকজন জানতে চান শপথবাক্য পাঠ করার সেক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করা আছে কিনা? ইলিয়াস কাঞ্চন বলেন, আমাদের নিয়ম সেটি সেটি হলো যে, আমাদের যে শপথ এটা দীর্ঘদিন ধরে সমিতির নিয়মে এটা গঠনতন্ত্রের মধ্যে কোথাও নাই যে তাকে শপথবাক্য পাঠ করতে হবে। এতদিনের মধ্যে করতে হবে এমন নাই। তবে একটা জিনিস আছে, সেটি হলো যে, মিটিংয়ে অ্যাটেন্ড করার বিষয়টি আছে। সেই জায়গায় শপথবাক্য সে যেকোনো সময় করতে পারে।
এসময় জায়েদ খান বলেন, আমাদের গত কার্যকরী কমিটিতে কিন্তু একেকজন এক মিটিং, দুই মিটিং পর এসে শপথ নিয়েছেন। আমাদের এটি একটি আনুষ্ঠানিকতা হয় মাত্র, প্রোভিশনের মতো। সেখানে আসলে শপথ আনুষ্ঠানিকতা মাত্র।
প্রসঙ্গত, চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুন আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করে আপিল বোর্ডের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। সাধারণ সম্পাদক পদ ফিরে পেতে জায়েদের করা রিটের চূড়ান্ত শুনানি নিয়ে বুধবার (২ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।