ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চূড়ান্ত হলো আইপিএলের ফাইনাল ভেন্যু

চূড়ান্ত হলো আইপিএলের ফাইনাল ভেন্যু

সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২২ | ০৩:০১ | আপডেট: ০৬ মে ২০২২ | ০৪:০০

আরও পড়ুন: দর্শক ভর্তি গ্যালারিতে প্রেমিককে বিয়ের প্রস্তাব দিলেন তরুণী, ভিডিও ভাইরাল

বিসিসিআই সচিব জয় শাহ জানালেন, আইপিএল প্লে-অফ হবে ইডেনে। আর ফাইনাল আহমেদাবাদে। ভারতের গুজরাট রাজ্যের মোতেরায় এই স্টেডিয়াম। স্টেডিয়ামটি সংস্কারের পর আসন ক্ষমতা বৃদ্ধি করে রেকর্ড এক লাখ ১০ হাজার করা হয়েছে। 

৬৩ একর বিস্মৃত এই মাঠ ৯০ হাজার দর্শক ধারণ ক্ষমতার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে পেছনে ফেলছে। যা নির্মাণে ৮০০ কোটি রুপি খরচ হয়েছে। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া ভেন্যু হিসেবে গিনেস বুকে জায়গা করে নিয়েছে এই স্টেডিয়াম। সেখানেই এবার হবে আইপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচটি।

উল্লেখ্য, ধুমধারাক্কা ক্রিকেটের এই সংস্করণে গেল মৌসুমে করোনার বাঁধায় দুবাইয়ে শেষ করতে হয়েছিল। এবারো করোনার বেশ কয়েকবার হানা দিলেও, মহামারি আকারে রূপ নেয়নি। কয়েকটা ফ্র্যাঞ্চাইজিতে করোনা হানা দিয়েছে। তবে, আক্রান্তের সংখ্যা সীমা ছাড়ায়নি। জনপ্রিয় এই আসরটি এখন শেষের পথে। সফল আয়োজনের অপেক্ষায় আইপিএল গভর্নিং কাউন্সিল।

আরও পড়ুন

×