ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বিশ্বের সব রেকর্ড ভেঙে বিক্রি হলো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি

বিশ্বের সব রেকর্ড ভেঙে বিক্রি হলো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি

সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২২ | ০৭:২২ | আপডেট: ০৫ মে ২০২২ | ০৭:২৭

বুধবার (৪ মে) লন্ডনের সোথবির নিলামে বিশ্বরেকর্ড ৭ দশমিক ১ মিলিয়ন ইউরো তে বিক্রি হয়েছে জার্সিটি। যা বাংলাদেশি মুদ্রায় ৬৫ কোটি ১২ লাখ ৪৪ হাজার ৭৮৭ টাকারও বেশি।

এর আগে ম্যাচ খেলা কোনো জার্সি বিক্রির রেকর্ড ছিল ৫.৬৪ মিলিয়ন ইউএস ডলার। ১৯২৮-৩০ মৌসুমে পরা নিউইয়র্ক ইয়াঙ্কিসের জার্সিটি ২০১৯ সালে এই দামে বিক্রি হয়েছিল। তবে কোনো ক্রীড়া স্মারকের সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ডেও সবকিছুকে ছাপিয়ে গেছে আর্জেন্টাইন কিংবদন্তির জার্সি। ২০১৯ সালে হাতে আঁকা অলিম্পিকের ঘোষণাপত্র ৮ দশমিক ৮ মিলিয়ন ইউএস ডলারে বিক্রি হয়েছিল নিউইয়র্কে।

✪ আরও পড়ুন: টিভিতে আজ যেসব খেলা দেখবেন

প্রসঙ্গত, ১৯৮৬ সালের বিশ্বকাপের বিখ্যাত গোলকে ‘হান্ড অব গড’ বলা হয়। যে গোলটি মাথার কাছে হাত নিয়ে ফ্লিক করে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনকে পরাস্ত করেছিলেন আর্জেন্টিার তারকা খেলোয়াড় ম্যারাডোনা। সেইবার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ওই ম্যাচে দুটি গোলসহ দুর্দান্ত পারফর্ম করে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ম্যারাডোনা।

২০২০ সালের ২৫ নভেম্বর হার্ট অ্যাটাকে হঠাৎ করে মৃত্যু হয় ফুটবল ইতিহাসের সেরা এই খেলোয়াড়ের।

সূত্র: দ্য গার্ডিয়ান

সম্পর্কিত

আরও পড়ুন

×