ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

আ. লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক আজ

আ. লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক আজ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২২ | ০৪:৩৬ | আপডেট: ০৭ মে ২০২২ | ০৫:৪৭

শনিবার (৭ মে) বিকেল সাড়ে পাঁচটায় গণভবনে দলের সর্বোচ্চ ফোরামের এ বৈঠকে সভাপতিত্ব করবেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনার কারণে প্রায় আড়াই বছর পরে এবারের সভায় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং দলের আগামী জাতীয় সম্মেলনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে ও দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

কেদ্রীয় নেতারা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সর্বোচ্চ ফোরামের এ বৈঠকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে দলীয় প্রধানের কাছ থেকে। এদিকে তিন বছর পর পর হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন। সে হিসেবে ২২তম কাউন্সিল হওয়ার কথা চলতি বছর ডিসেম্বরে। এ বিষয়েও সভায় আলোচনা হতে পারে।

বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, আমাদের সুনিদিষ্ট কিছু এজেন্ডা রয়েছে, এছাড়া দেশের সর্বশেষ রাজনীতি এবং বৈশ্বিক রাজনীতির যে সংকট যাচ্ছে, যুদ্ধ এবং অন্যান্য কারণে সে বিষয়েও আলোচনা হতে পারে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম জানান, সর্বোচ্চ ফোরামের বৈঠকের সিদ্ধান্তগুলোকে দলীয় নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে দিয়ে তাদের আরও চাঙা করা, মাঠকে নির্বাচন উপযোগী করা, মাঠ পর্যায়ে নেতাকর্মীদের প্রস্তুত করা,  জনগণের প্রত্যাশা কিভাবে আওয়ামী লীগ পূরণ করবে, সেটা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।

এছাড়া সাংগঠনিক বিষয়ে দলীয় সভাপতির কাছে এদিন রিপোর্টও জমা দেবেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের নভেম্বরে দলটির কার্যনির্বাহী কমিটির বৈঠক হয়েছিল। তবে মহামারি পরিস্থিতিতে কমিটির স্বল্প সংখ্যক সদস্য সেখানে উপস্থিত ছিলেন। এবার সংক্রমণ কম থাকায় পূর্ণাঙ্গ কমিটি বৈঠকে বসতে যাচ্ছে।

আরও পড়ুন: সবাই এখন আওয়ামী লীগ করতে চায়: তথ্যমন্ত্রী

সম্পর্কিত

আরও পড়ুন

×