ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ঢাকাবাসী মজেছেন ‘শানে’, জেলা শহরে বিদ্রোহী-গলুই

ঈদে ৪ সিনেমা

ঢাকাবাসী মজেছেন ‘শানে’, জেলা শহরে বিদ্রোহী-গলুই

সিয়াম আহমেদ ও পূজা চেরি - শবনম ইয়াসমিন বুবলি ও শাকিব খান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২২ | ১২:২১ | আপডেট: ০৬ মে ২০২২ | ১২:৩৯

সিনেমাগুলোর মধ্যে রাজধানী ঢাকাবাসী মজেছেন পুলিশি অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘শান’-এ। তবে রাজধানীর বাইরে জেলা পর্যায়ে শাকিব খান অভিনীত ‘বিদ্রোহী’ ও ‘গলুই’ সিনেমাও বেশ ভালো চলছে। সিনেমা ও হল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

হালের ক্রেজ অভিনেতা সিয়াম ও অভিনেত্রী পূজা চেরি অভিনীত ‘শান’ সিনেমাটি দেশের ৩৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বুধবার (৪ মে) থেকে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে সিনেমাটির চারটি করে শো চলছে। যদিও ঈদের দিন তিনটি শো চলেছে সেখানে। ঈদের দিন প্রথম শোতে সিনেমাটির প্রায় আশি ভাগ দর্শক ছিল। আর পরের শোয়ে অলমোস্ট হাউজফুল ছিল বলে জানান প্রতিষ্ঠানটির সহকারী মার্কেটিং ম্যানেজার মো. মাহবুবুর রহমান।

এদিকে শুক্রবার (৬ মে) ‘চ্যানেল 24 অনলাইন’কে মো. মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের এখানে শানের বেশ কিছু শো প্রায় হাউজফুল ছিল। এখানে তো চারটি বাংলা সিনেমা চলছে। যদি সার্বিকভাবে বলি তাহলে শান এগিয়ে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘শানের পরেই রয়েছে গলুই। এটি মোটামুটি ভালোই যাচ্ছে। এই সিনেমাটি হাউজফুল না গেলেও বিকেলের বেশ কিছু শো শানের কাছাকাছি থাকে। আর শান ও গলুইর থেকে বিদ্রোহী সিনেমার দর্শক তুলনামূলক কম। তবে একদম খারাপ বলা যায় না। এর মধ্যে শান সিনেমারই ভালো সাড়া পাচ্ছি আমরা। বিশেষ করে বিকেল ও রাতের শোগুলো প্রায় হাউজফুল যাচ্ছে।’

 ‘শান’ সিনেমা দেখার পর নিজের মতামত জানাচ্ছেন এক দর্শক

রাজধানীর স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ ‘চ্যানেল 24 অনলাইন’কে বলেন, ‘ঈদের দিন থেকে এখন পর্যন্ত শান সিনেমা এগিয়ে আছে। আমাদের এখানে দুটি বাংলা সিনেমা চলছে। এর মধ্যে সিয়াম নতুন হিসেবে শান সিনেমার দর্শক বেশি। আশা করছি, এটি আরও ভালো যাবে। আর শাকিব খানের গলুই সিনেমাও ভালো চলছে। যদিও আমাদের আশা ছিল শাকিবের সিনেমা বেশি সাড়া ফেলবে।’

শান সিনেমার পরিচালক এম রাহিম ‘চ্যানেল 24 অনলাইন’কে বলেন, ‘আলহামদুলিল্লাহ, বেশ ভালো সাড়া পাচ্ছি। আজকের সব শো-ই তো হাউজফুল যাচ্ছে। এমনকি আগামীকালেরও অনেক শো অগ্রিম বুকিং হচ্ছে। বসুন্ধরা সিনেপ্লেক্সে এমনই সব শো হাউজফুল যাচ্ছে। আবার আজ শুক্রবার, সবাই পরিবারসহ যাচ্ছে। আশা রাখছি, আরও ভালো যাবে। আর সামনে আমাদের সিনেমা হল আরও বাড়বে। এ নিয়ে অনেকের সঙ্গে কথাও হচ্ছে।’

✪ আরও পড়ুন: সংগীত শুধু বিনোদন নয়, সমাজ ও জাতিকে পরিবর্তনের হাতিয়ারও: ফকির শাহাবুদ্দিন

সরকারি অনুদানে ‘গলুই’ সিনেমা প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। এটি ঈদে দেশের ২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। শাকিব খান ও পূজা চেরি অভিনীত এই সিনেমার শুটিং হয়েছে জামালপুর জেলার বিভিন্ন লোকেশনে। সিনেমাটি ঈদে মুক্তি পাওয়ার পর জেলার মেলান্দহ উপজেলার ‘আশা সিনেমা হলে’ও চালানো হচ্ছে।

হলের মালিক আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, ‘ঈদের দিনের প্রথম শো হাউজফুল ছিল আমাদের এখানে। বেশ ভালো টিকিট বিক্রি হয়েছে।’

এদিকে ঈদে শাহীন সুমন পরিচালিত এবং শাপলা মিডিয়া প্রযোজিত শাকিব খান ও বুবলী অভিনীত ‘বিদ্রোহী’ সিনেমাটি দেশের ১০০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এই সিনেমা দিয়ে ফরিদপুরে তিনটি সিনেমা হল চালু হয়েছে। ফরিদপুর সদরে ‘বনলতা’, সদরপুরে ‘রাজিয়া’ এবং মধুখালীতে ‘মধুছন্দা’ সিনেমা হলে ঈদের দিন দুপুর ১২টা থেকে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। প্রতিদিন দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় শো প্রদর্শিত হচ্ছে।

বনলতা সিনেমা হলের ম্যানেজার সিরাজ আহম্মেদ ‘চ্যানেল 24 অনলাইন’কে বলেন, ‘বিদ্রোহী সিনেমাটি মোটামুটি ভালোই চলছে। যতটা আশা করেছিলাম ততটা না হলেও আগের থেকে দর্শক বেড়েছে। মোটামুটি ব্যবসাও হয়েছে। তবে আশাটা আরও বেশি ছিল।’

✪ আরও পড়ুন: ‘শান’ সিনেমা নিয়ে নতুন যে বার্তা দিলেন সিয়াম-পূজা (ভিডিও)

সম্পর্কিত

আরও পড়ুন

×