ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

মায়ের উপর সৎ বাবার অত্যাচার, প্রতিবাদ করায় যা হলো ছেলের ভাগ্যে

মায়ের উপর সৎ বাবার অত্যাচার, প্রতিবাদ করায় যা হলো ছেলের ভাগ্যে

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২২ | ০৭:৫৮ | আপডেট: ০৬ মে ২০২২ | ০৮:১০

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুরের এই ঘটনায় গুরুতর জখম ওই কিশোর এখন দুবরাজপুরের হাসপাতালে চিকিৎসাধীন। 

আরও পড়ুন: বিনামূল্যে ঝালমুড়ি না পেয়ে ব্যবসায়ীকে যেভাবে খুন করলেন গ্রাহক

এদিকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সৎবাবাকে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ইসলামপুর এলাকার। অভিযুক্ত ব্যক্তির নাম সুকুর শেখ। ১২ বছর বয়সী আহত কিশোর সুকুরের নিজের সন্তান নয়। তার মায়ের স্বামী এবং সম্পর্কে ছেলেটির আপন কাকা।

অভিযোগ, বৃহস্পতিবার সকালে ওই কিশোর বাড়ির নীচে গোয়াল ঘরে গরু বাঁধতে গেলে সেখানে এসে সৎছেলেকে কুপিয়ে খুন করার চেষ্টা করেন সুকুর। ধারালো অস্ত্রের কোপের পাশাপাশি কিশোরের গলায় ছুরিও চালান তিনি। পরে
ছুরির আঘাতে জখম কিশোরকে প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় সিউড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে।

পুলিশ জানিয়েছে, ছেলেটির বাবার মৃত্যুর পর সুকুর তার মাকে বিয়ে করেছিলেন। দীর্ঘ দিন ধরেই ছেলেটির মায়ের সঙ্গে বিবাদ চলছিল সুকুরের।   

প্রতিবেশীরা জানিয়েছেন, প্রায়শই স্ত্রীকে মারধর করতেন সুকুর। তবে সম্প্রতি দু’জনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তার পরই এই ঘটনা। সূত্র আনন্দবাজার। 

আরও পড়ুন

×