ঢাকা বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

ঈদের দিন জিয়ারত করতে গিয়ে দেখলেন কবর এলোমেলো

ঈদের দিন জিয়ারত করতে গিয়ে দেখলেন কবর এলোমেলো

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২২ | ১৭:০১ | আপডেট: ০৫ মে ২০২২ | ১৭:০৫

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, দক্ষিণ সুইডেনের মালমো শহরে একটি কবরস্থানে মুসলিম ও অর্থোডক্স খ্রিস্টানদের অন্তত ২০টি কবর ভাঙচুর করা হয়েছে। স্থানীয় গনমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে তারা।

আরও পড়ুন: পুতিনের ঘনিষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে হামাস নেতাদের বৈঠক, উদ্বেগে ইসরায়েল

পুলিশের মুখপাত্র নিলস নরলিংয়ের বরাত দিয়ে সুইডিশ পাবলিক ব্রডকাস্টার এসভিটি জানিয়েছে, অস্ট্রা কবরস্থানে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা অনেক সমাধির পাথর লাল রঙ দিয়ে স্ক্রোল করে দিয়েছে।

সুইডিশ এসভিডি সংবাদপত্র জানিয়েছে যে, প্রায় ২০টি কবর ক্ষতিগ্রস্ত হয়েছে। মুসলিমরা তাদের মৃত আত্মীয়দের কবর জিয়ারত করতে ঈদুল ফিতরের দিন কবরস্থান গিয়ে বিষয়টি লক্ষ্য করে এবং পুলিশকে জানায়।

আরও পড়ুন: হিন্দু স্বামীকে রাস্তায় পিটিয়ে-কুপিয়ে হত্যা করল ‍সুলতানার পরিবার

সুইডিশ পুলিশ বলেছে যে, তাদের কাছে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যাপারে কোনো তথ্য নেই। এ বিষয়ে কিছু জানতে পারলে প্রত্যক্ষদর্শীদের তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেছে পুলিশ।

আরও পড়ুন

×