ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

পরপুরুষের আকর্ষণ এড়াতে নারীদের চাদারি পরার নির্দেশ তালেবান প্রধানের

পরপুরুষের আকর্ষণ এড়াতে নারীদের চাদারি পরার নির্দেশ তালেবান প্রধানের

ছবি - সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২২ | ১১:৩১ | আপডেট: ০৭ মে ২০২২ | ১১:৩৭

স্থানীয় গণমাধ্যম খামা প্রেস ও আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, শনিবার এ আদেশ জারি করেন তিনি।

গত বছরের আগস্টে তালেবান ক্ষমতা দখল করার পর নারীদের ওপর কঠোর বিধিনিষেধ জারির ধারাবাহিকতায় নতুন এ নিয়ন্ত্রণ আরোপ হলো।

হাইবাতুল্লাহ আখুনজাদার জারি করা আদেশটি শনিবার কাবুলের এক অনুষ্ঠানে প্রকাশ করেছে তালেবান কর্তৃপক্ষ।

আদেশে বলা হয়, ‘তাদের (নারীদের) উচিত চাদারি (মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত ঢেকে থাকা বোরকা) পরা। এটি ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ পোশাক।’

আদেশে আরও বলা হয়, ‘যেসব নারী খুব বেশি বয়স্ক নন, আবার তরুণও নন, তাদের অবশ্যই শরিয়া নির্দেশ অনুযায়ী চোখ ছাড়া পুরো মুখ ঢেকে রাখতে হবে। যেন মাহরাম (কাছের সম্পর্কের প্রাপ্তবয়স্ক পুরুষ স্বজন) ছাড়া অন্য পুরুষদের সঙ্গে দেখা হওয়ার সময় তারা আকর্ষণ এড়াতে পারেন।’

তালেবান প্রধানের ওই আদেশে উল্লেখ করা হয়েছে, নারীদের যদি বাইরে কাজ না থাকে, তাদের বাড়িতে অবস্থান করাই ভালো।

প্রসঙ্গত, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীনও নারীদের ওপর একই ধরনের কড়াকড়ি আরোপ করেছিল তালেবান।

খামা প্রেসের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে যেসব নারী এই নির্দেশ মেনে চলবে না তাদের পিতামাতাকে সতর্ক করা হবে। ওসব নারীদেরকে কাউন্সেলিংও করা হবে।

দ্বিতীয়বার একই ভুল করলে বাবা-মাকে তলব করা হবে এবং প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা নারীদের পর্দার বিষয়টি তদারকির পাশাপাশি নির্দেশনা বাস্তবায়নে কাজ করবেন বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

আরও পড়ুন

×