ঢাকা বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

করোনায় মৃত্যুশূন্য দিনে ৭ জন শনাক্ত

করোনায় মৃত্যুশূন্য দিনে ৭ জন শনাক্ত

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২২ | ১১:৪৯ | আপডেট: ০৩ মে ২০২২ | ১৪:২২

এর আগে সোমবার (২ মে) দেশে করোনায় মৃত্যুশূন্য ছিল। তবে ওইদিন করোনায় শনাক্ত হয়েছেন ১০ জন।

মঙ্গলবার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। এ সময় জানানো হয়, দেশে করোনায় শনাক্তের হার শূন্য দশমিক ৪২ শতাংশ।

আরও পড়ুন: সবাইকে খুশি করতে গিয়ে যেন আমরা বিপদ ডেকে না আনি: রাষ্ট্রপতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ২৭৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনায় মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৯৬ হাজার ২৭৯ জনে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয় ১ হাজার ৬৭৪টি এবং পরীক্ষা করা হয় ১ হাজার ৬৮৬টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪২ শতাংশ। দেশে করোনাভাইরাস শনাক্তের পর থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।

আরও পড়ুন

×