ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

সুনামগঞ্জের দুপক্ষের সংঘর্ষ নিহত ১

সুনামগঞ্জের দুপক্ষের সংঘর্ষ নিহত ১

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২২ | ১৫:৩৪ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

নিহত ফরিদ মিয়া (২৬) উপজেলা দক্ষিণ বড়দল ইউনিয়নের রসুলপুর গ্রামের মো. আব্দুল হামিদ মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রসুলপুর গ্রামের রজব আলী ও রাশিদ মিয়া পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলছিল। এরই জেরে সোমবার (২ মে) দুপুরে নিহত ফরিদ মিয়ার চাচা কাশেম মিয়াকে অপর পক্ষের লোকজন মারধর করেন। এ নিয়ে পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। এসময় সংঘর্ষে ফরিদ মিয়া গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। 

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ তরফদার জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে পূর্ব বিরোধ ছিল। এরই জেরে দুপক্ষ সংঘর্ষে  একজন নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আবদুল মান্নাফ (৩৫) নামে একজন কে আটক করা হয়েছে ।

আরও পড়ুন

×