ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ড্রাফটে সবার আগে দল পেলেন রনি

ড্রাফটে সবার আগে দল পেলেন রনি

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:২৩ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:০৭

আগামী জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। দেশের ক্রিকেটের এ ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ মাঠে গড়ানোর আগে আজ (রোববার) অনুষ্ঠিত হচ্ছে প্লেয়ার্স ড্রাফট। যেখানে সবার আগে দল পেয়েছেন রনি তালুকদার।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুপুর ১২টায় শুরু হয় প্লেয়ার্স ড্রাফট। এদিন ড্রাফটের শুরুতেই নাম ওঠে রংপুর রাইডার্সের। এ সময় প্রথম ডাকে জাতীয় দলের খেলোয়াড় রনিকে নিয়ে নেয় তারা।

বি ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে ৫০ লাখ টাকায় দল পেয়েছেন রনি। নিয়ম অনুযায়ী প্রতিটি দল প্লেয়ার্স ড্রাফটের আগে ৪ জন করে ক্রিকেটার দলে রেখে দিতে পারবে। 

বিদেশি ক্রিকেটার দলে রাখা এবং প্লেয়ার্স ড্রাফটের বাইরে সরাসরি দলে ভেড়ানোয় কোন বাধ্যবাধকতা নেই। এক্ষেত্রে আগের বছর খেলা যত খুশি ক্রিকেটারকে রেখে দেয়া যাবে। 

সম্পর্কিত

আরও পড়ুন

×