ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় ৩ দিনব্যাপী লোকজমেলা

কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় ৩ দিনব্যাপী লোকজমেলা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২২ | ১২:৪০ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

রোববার (৮ মে) বিকেল ৪টায় উদ্বোধন অনুষ্ঠান ও সাড়ে ৪টায় আলোচনা সভা, ৯ মে বিকেল সাড়ে ৪টায় আলোচনা সভা এবং ১০ মে বিকেল সাড়ে ৪টায় আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। 

আরও পড়ুন: শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে জামাই গুলিবিদ্ধ

এছাড়া রূপসা উপজেলার পিঠাভোগে কবিগুরুর পূর্ব পুরুষের ভিটায় তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ৮ মে সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান, সাড়ে ১০টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বেলা আড়াইটায় রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা, বিকেল চারটায় আলোচনা সভা এবং সাড়ে পাঁচটায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৯ মে বেলা আড়াইটায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, বিকেল চারটায় আলোচনা সভা ও সাড়ে পাঁচটায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ১০ মে বেলা আড়াইটায় রবীন্দ্র সংগীতের সঙ্গে নৃত্য প্রতিযোগিতা, বিকেল চারটায় আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান এবং সাড়ে পাঁচটায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

×