ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ঈদ উৎসবের সেকাল-একাল (ভিডিও)

ঈদ উৎসবের সেকাল-একাল (ভিডিও)

ঈদ উৎসবের সেকাল-একাল

স্বপ্নীল শাহরিয়ার শিশির

প্রকাশ: ০৪ মে ২০২২ | ১৩:৫৫ | আপডেট: ০৪ মে ২০২২ | ১৫:১২

ঈদকার্ডের কথাই ধরা যাক। প্রযুক্তির প্রসারে হারিয়ে যেতে বসেছে শুভেচ্ছা বিনিময়ের এ সংস্কৃতি। যদিও কোনো কোনো প্রজন্মের কাছে ঈদ কার্ড এখনও সজীব স্মৃতি। যারা আমাদের বন্ধু-বান্ধব ছিল তাদের ঈদ কার্ড দিয়ে শুভেচ্ছা জানাতাম। কে কত সুন্দর লিখল, আবার কালারফুল সাইন পেন দিয়ে লেখা 'ঈদ মোবারক', যা বর্তমানে এখন আর নেই।

 

আর বর্তমান প্রজন্ম জানায়, আগের দিনগুলো হয়তো ভাল ছিল, কিন্তু আমরা এখন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি। খুবই সহজ, 'জাস্ট মোবাইলে একটা টেক্সেট করে দিলাম 'ঈদ মোবারক'। ব্যাস হয়ে গেলো ঈদের শুভেচ্ছা জানানো।

দল বেঁধে এ বাড়ি-ও বাড়ি বেড়াতে যাওয়ার চল এখনো রয়েছে। পাশাপাশি এ যুগে সবান্ধবে রেস্টুরেন্ট-ক্যাফেতে আড্ডা-সেলফি তরুণদের ঈদ আনন্দের অবিচ্ছেদ্য অংশ। ঈদের প্রথম দিন ফ্যামেলি ও বাবা-মায়ের সঙ্গে কাটালেও দ্বিতীয় দিন বেশি পছন্দ বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে যাওয়া।

ঈদে সবাই মিলে প্রেক্ষাগৃহে নতুন সিনেমা দেখা এখনো অনেককে স্মৃতিকাতর করে তোলে। এদিকে বর্তমানে ঈদ সালামিতেও লেগেছে ডিজিটালের ছোঁয়া।

আরও পড়ুন: ঈদ আনন্দে বাঁধভাঙা উচ্ছ্বাস, পর্যটন কেন্দ্রে মানুষের ঢল (ভিডিও)

আরও পড়ুন

×