ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

প্রাকৃতিক সৌন্দর্যে ভরা নির্জন দ্বীপ সোনাদিয়া, আছে লাল কাঁকড়ার ছোটাছুটি (ভিডিও)

সাদ বিন শফিক

প্রকাশ: ০৬ মে ২০২২ | ০১:৪৮ | আপডেট: ০৭ মে ২০২২ | ১২:০২

নির্জন দ্বীপ সোনাদিয়ার অবস্থানটা বঙ্গোপসাগরের তীর ঘেঁষে। আয়তন মাত্র নয় কিলোমিটার। তবে এর পুরোটাই যেন ক্যানভাসে আঁকা এক ছবি।

 কক্সবাজারের মহেশখালীর দক্ষিণ-পূর্ব পাশের দ্বীপটির তিন দিকেই সমুদ্র সৈকত। এখানে দেখা মিলবে সাগর লতায় ঢাকা বালিয়াড়ি, কেয়া-নিশিন্দার ঝোপ আর চমৎকার ম্যানগ্রোভ বন।

আর আছে লাল কাঁকড়া। কি সকাল, কি সন্ধ্যা চারপাশজুড়ে দেখা মিলবে অসংখ্য লাল কাঁকড়ার চঞ্চল বিচরণ।

মহশেখালীর ঘটিভাঙা ঘাট থেকে সোনাদিয়ায় যাওয়ার ব্যবস্থা থাকলেও যাতায়াতের সুবিধাটা কক্সবাজার থেকে সমুদ্র পথে। নান্দনিকতার পসরা সাজিয়ে রাখা এ দ্বীপে কাটানো কিছু সময় হয়তো স্মৃতিপটে হয়ে থাকবে চির অমলিন।

আরও পড়ুন: দেশে দুর্গম পাহাড়ের খাঁজে প্রকৃতির এক অপার বিস্ময় (ভিডিও)

সম্পর্কিত

আরও পড়ুন

×