ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

এমসিসির হট সিটে অভিনেতা স্টিফেন ফ্রাই

এমসিসির হট সিটে অভিনেতা স্টিফেন ফ্রাই

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২২ | ১৩:২৭ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

২৩৪ বছরের ইতিহাসের প্রথম নারী হিসেবে এমসিসির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন ক্লেয়ার কননোর। তার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই সভাপতি হিসেবে স্টিফেন ফ্রাইয়ের নাম ঘোষণা করেছেন তিনি। 

আরও পড়ুন: রোববার দেশে আসছে শ্রীলঙ্কা, থাকছে না বায়োবাবল

বুধবার (৪ মে) লর্ডসে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় স্টিফেন ফ্রাইকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

এদিকে এমসিসির সভাপতির দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত ফ্রাই । সংস্থাটির ওয়েবসাইটে তিনি বলেন, ‘এমসিসির প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আমি ভীষণ গর্বিত। এই ক্লাবটা বিশ্বজুড়ে ক্রিকেটের প্রতিনিধিত্ব করে। সেই ক্লাবের শীর্ষ পদে বসতে পারাটা আসলেই অসাধারণ।’
 
স্টিফেন ফ্রাই মূলত একজন অভিনেতা এবং কৌতুক অভিনেতা। এছাড়াও লেখক, নাট্যকার, সাংবাদিক হিসেবেও তার পরিচিতি আছে। ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত না হয়েও দ্বিতীয় ব্যক্তি হিসেবে ২০২১ সালে এমসিসিতে ক্রাউডি লেকচার দেয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। এবার তার হাতেই উঠছে সভাপতি দায়িত্ব।

ক্রিকেটের আন্তপ্রাণ সমর্থক হিসেবে পরিচিত স্টিফেন ফ্রাই ২০১১ সালে এমসিসির সদস্য পদ লাভ করেন। এর এক দশক পরেই তার হাতে উঠছে ক্রিকেটের আইন কানুন প্রণেতা প্রতিষ্ঠানের দায়িত্বভার।
 
ফ্রাইকে দায়িত্ব দিয়ে বর্তমান সভাপতি ক্লেয়ার কেননার বলেন, ‘আমার উত্তরসূরি হিসেবে তার নাম ঘোষণা করতে পেরে আমি গর্বিত। সে একজন আন্তপ্রাণ ক্রিকেট সমর্থক। ক্রিকেটের প্রতি তার গভীর ভালোবাসা আছে। আশা করি, সে এমসিসি যোগ্য প্রতিনিধি হয়ে উঠবে।’

নতুন সভাপতি বর্তমান সভাপতি ক্লেয়ার কনরকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘এই অসামান্য কাজের সুযোগ করে দেওয়ার জন্য ক্লেয়ারকে অশেষ ধন্যবাদ। (অক্টোবরে) আমার নিজের মেয়াদ শুরুর আগে তাকে তার কাজে সর্বাত্মক সহযোগিতা করার জন্য মুখিয়ে রয়েছি আমি।’

সম্পর্কিত

আরও পড়ুন

×