ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

পর্যটন খাতের উন্নয়নে অনলাইন বুকিং আরও মনিটরিং করা হবে: জেলা প্রশাসক কক্সবাজার

পর্যটন খাতের উন্নয়নে অনলাইন বুকিং আরও মনিটরিং করা হবে: জেলা প্রশাসক কক্সবাজার

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ

এম এ আহাদ শাহীন

প্রকাশ: ০৭ মে ২০২২ | ০৭:৫৭ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৫৬

এবারের ঈদে পর্যটকদের উপস্থিতি ও তাদের সুযোগ সুবিধাসহ নানা বিষয়ে চ্যানেল 24 অনলাইনের সঙ্গে কথা বলেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। সাক্ষাৎকার নিয়েছেন নিজস্ব প্রতিবেদক এম এ আহাদ শাহীন।

প্রশ্ন: এবারের ঈদে পর্যটকদের উপস্থিতি কেমন ছিল?

মো. মামুনুর রশীদ: মোটামুটি, সন্তোষজনক বলা যায়।

প্রশ্ন: পর্যটকদের চাপ আর কতদিন থাকতে পারে?

মো. মামুনুর রশীদ: সাধারণত সরকারি ছুটিতে কক্সবাজারে পর্যটকদের চাপ বাড়ে। এখন যেহেতু ছুটি শেষ, তাই উপস্থিতিও আস্তে আস্তে কমে যাবে।

প্রশ্ন: পর্যটকদের নিরাপত্তার বিষয়ে কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন?

মো. মামুনুর রশীদ: আমাদের চারটা গুরুত্বপূর্ণ পয়েন্টে জেলা পুলিশ, পর্যটন পুলিশ আছে। লাবনী, সুগন্ধা পয়েন্টসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যেগুলোতে আমাদের মনিটরিং টিম আছে। প্রতিটি পয়েন্টে মাইকিং করা হচ্ছে, এসব প্রতিনিয়ত চলছে।

প্রশ্ন: পর্যটন নিয়ে সরকারের নতুন কোনো পরিকল্পনা আছে কিনা?

মো. মামুনুর রশীদ: পর্যটন নিয়ে তো আমরা সব সময় নতুন নতুন পরিকল্পনার কথা বলি। বাস্তবায়নের পর্যায়ে অনেকগুলো আছে। অনেকগুলো পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ আছে। মূল বিষয়টা হচ্ছে আমরা যদি পর্যটকদের সেবা আরও বৃদ্ধি করতে পারি, পর্যটকদের সেবা নিশ্চিত করতে পারি তাহলে পর্যটকের সংখ্যা ক্রমান্বয়ে আরও বাড়বে। পর্যটন সেবাটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। নতুন পরিকল্পনাগুলো হচ্ছে- আমাদের সৈকতটা অনেক লম্বা, কিভাবে সৈকতের উন্নয়ন করা যায় তার পরিকল্পনা রয়েছে। আমাদের এখানে পর্যটকদের আবাসন ব্যবস্থা আছে। আবাসন সুবিধাগুলোকে আইটি বেইজড করা। অনলাইন বুকিংকে আরও মনিটরিং এর মধ্যে নিয়ে আসা, এগুলোই আমাদের কাছে প্রায়োরিটি। আর আপনি যেটা বলতে চাচ্ছেন অবকাঠামোগত সুযোগ-সুবিধা এটা সরকারি পর্যায়ে যতটা হচ্ছে, বেসরকারি পর্যায়ে আরও বেশি হচ্ছে। সারাবিশ্বে পর্যটনখাত বেসরকারি পর্যায়ে বেশি হচ্ছে।

প্রশ্ন: করোনার কারণে পর্যটন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবার বোধহয় এই ক্ষতি থেকে বের হতে পারবে?

মো. মামুনুর রশীদ: এটা ব্যবসায়ীদের কাছ থেকে শুনতে হবে কারণ এটা ব্যবসায়ীরাই ভালো বলতে পারবে। তারা ক্ষতি পুষিয়ে উঠতে পারবে কিনা সেটি তারাই ভালো বলতে পারবে।  আমাদের কাজ হল, পর্যটক যারা আসে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা। আমরা সেটা করছি।

প্রশ্ন: ক্যাম্প থেকে প্রচুর রোহিঙ্গা সমুদ্র সৈকতে চলে আসছে বিষয়ে আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা?

মো. মামুনুর রশীদ: ক্যাম্পের মনিটরিং আছে। ক্যাম্পের মনিটরিং অনেক বেশি জোরালো করা হয়েছে। ঈদের প্রথম দিন এরকম পাওয়া গেলেও পরে আর পাওয়া যায়নি। মনিটরিং জোরদার করা হয়েছে।

সম্পর্কিত

আরও পড়ুন

×