ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

২ বছর পর জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

২ বছর পর জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

জাতীয় ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২২ | ০২:৪৯ | আপডেট: ০৩ মে ২০২২ | ০৭:৩৭

এ নিয়ে দুই বছর পর জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হলো। করোনা মহামারির কারণে গত দুই বছর সেখানে নামাজ পড়েননি মুসল্লিরা।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। এতে মন্ত্রিসভার সদস্য, সাংসদ, রাজনীতিবিদ, কূটনীতিক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ নামাজ আদায় করেন।

সবাই দুই রাকাত বিশিষ্ট ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। পরে ঈদের বিশেষ খুতবা পড়েন খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। সবশেষে মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের প্রধান জামাত। 

মোনাজাতে সর্বশক্তিমান আল্লাহর কাছে দেশবাসী ও বিশ্ববাসীর জন্য গুনাহ থেকে মুক্তি চাওয়া হয়। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এরপর একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।

আরও পড়ুন: ইতেকাফ শেষে ঈদের আগের দিন মসজিদে অসুস্থ হয়ে মুসল্লির মৃত্যু

এর আগে সকাল ৭টা থেকে থেকে জায়নামাজ হাতে জাতীয় ঈদগাহে আসতে থাকেন মুসল্লিরা। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা থাকায় অনেকের হাতে ছাতা দেখা যায়। 

ঈদের প্রধান জামাত ঘিরে কঠোর নিরাপত্তা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। তাতে সন্তোষ প্রকাশ করেন মুসল্লিরা।

সম্পর্কিত

আরও পড়ুন

×