ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ছবি সংগৃহীত

জাতীয় ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২২ | ০১:৪৬ | আপডেট: ০৩ মে ২০২২ | ০২:৫২

কিন্তু আজ মঙ্গলবার (৩ মে) আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ওই সময় বৈরি আবহাওয়া বিরাজ করলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এক দফায় সকাল ৭টায় নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এরপর পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে  সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ইতেকাফ শেষে ঈদের আগের দিন মসজিদে অসুস্থ হয়ে মুসল্লির মৃত্যু

এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সম্পর্কিত

আরও পড়ুন

×