ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

গভীর রাতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, পুড়ে অঙ্গার সাতজন

গভীর রাতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, পুড়ে অঙ্গার সাতজন

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২২ | ০৫:১৮ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ১১:৩৯

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এ ঘটনা ঘটেছে। তারা জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দু’জন নারীও রয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে পাত্তাই দিলো না ইসরায়েল

ইন্দোরের স্বর্ণবাগ কলোনিতে অবস্থিত ভবনটির বেসমেন্টে প্রধান বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থায় শর্ট সার্কিটের কারণে আজ ভোর ৩টা ১০ মিনিটের দিকে বাসিন্দারা ঘুমিয়ে থাকার সময় আগুনের সূত্রপাত হয়। আগুন তখন সেখানে পার্ক করা দু’টি মোটরসাইকেল এবং যানবাহনে ছড়িয়ে পড়ে এবং দ্রুত পুরো বিল্ডিংকে পুড়িয়ে দেয়।

বিল্ডিংয়ের মালিক আনসার প্যাটেলকে পুলিশ আটক করেছে এবং তার বিরুদ্ধে অবহেলার কারণে মৃত্যুর জন্য একটি মামলা দায়ের করা হয়েছে। কারণ প্রতিটি তলায় একটি করে ফ্ল্যাট থাকা বিল্ডিংটিতে কোনো অগ্নি নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করা হয়নি। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ৩০ মিনিট আগুনে ছটফট করতে করতে মারা গেলেন জেসমিন-সাফা

আরও পড়ুন

×