ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

মোটরসাইকেল পারাপারের জন্যই এক ঘাট

মোটরসাইকেল পারাপারের জন্যই এক ঘাট

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২২ | ১১:২১ | আপডেট: ০১ মে ২০২২ | ১১:৩৯

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত এ ঘাট দিয়ে ৯টি ফেরি কেবল মোটরসাইকেল নিয়ে ছেড়ে গেছে।  শিমুলিয়ার এক ঘাট কেবল মোটরসাইকেল পারাপারে জন্য দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: সাবেক অর্থমন্ত্রীকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিলেন ড. ইউনুস

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানান, মোটরসাইকেলের চাপ বেশি। এক নম্বর ফেরিঘাটে হাজার হাজার মোটরসাইকেল পারাপারের অপেক্ষায় আছে। মোটরসাইকেলে একটি ঘাট হওয়ায় অন্যান্য ফেরিঘাটগুলোতে প্রতিবন্ধকতা হয় নাই। গাড়ি সহজে লোড-আনলোড করতে পারছি।’
 

সম্পর্কিত

আরও পড়ুন

×