ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ফাঁকা বাসায় গ্রিল কেটে ১৭ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি

ফাঁকা বাসায় গ্রিল কেটে ১৭ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি

ফাঁকা বাসায় মূল্যবান মালামাল চুরি

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২২ | ১২:৫৯ | আপডেট: ০৫ মে ২০২২ | ১৩:০২

এ সময় তার বাসায় চোর ঢুকে হীরের ২ টি লকেট, ১৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ টাকা, দামি শাড়ি, মূল্যবান কাগজপত্রসহ ২ টি দামি ফোন নিয়ে গেছে।

আরও পড়ুন: তুই বলায় দু’পক্ষের মারামারিতে বৃদ্ধ নিহত

এ সময় তারা বাসার দুটি রুমের আলমারি ভেঙে ব্যবসায়ী রিয়াজের হিসাবের খাতাও নিয়ে যায়। খবর পেয়ে ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) আরমান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
 
ব্যবসায়ী রিয়াজ উদ্দিন জানায়, ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে আবহাওয়া অফিস রোডের আরেকটি বাসায় ঈদ উদযাপন করতে যায়। বুধবার সন্ধ্যায় বাসা দেখে তালা মেরে যাই। সকালে এসে দেখি বাসায় চুরি হয়েছে।এ সময় আমার বাসার মূল্যবান অনেক জিনিসপত্র চোরেরা নিয়ে গেছে।

ভোলা মডেল থানার ওসি (তদন্ত) আরমান হোসেন বলেন, রিয়াজ উদ্দিন নামের এক ব্যবসায়ীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে। এসে দেখি বাসার ভেতরে সবকিছু এলোমেলো অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম কাজ করছে। বাসা থেকে কি কি চুরি হয়েছে তা আমরা তালিকা তৈরি করছি। বাসায় সিসি ক্যামেরা ও দাড়য়ান না থাকায় নিরিবিলি পরিবেশ থাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

×