ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

প্রথম কর্মদিবসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সচিবালয়

প্রথম কর্মদিবসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সচিবালয়

সচিবালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২২ | ০৬:১২ | আপডেট: ০৫ মে ২০২২ | ০৬:৩৫

ঈদের আগে শেষ অফিস ছিলো গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল)। ৭ দিন পর আজ প্রথম অফিস খুললো। তবে অনেক আজকের দিনটি ঐচ্ছিক ছুটি নেয়ায় অফিসে উপস্থিত কিছুটা কম।

আগামীকাল শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে রোববার (৮ মে) থেকে আবারও পুরোদমে কর্মব্যস্থ হয়ে স্বরুপে ফিরবে রাজধানীর অফিস আদালত ।

এবার শুক্রবার (২৯ এপ্রিল) থেকে ছুটি ঘোষণা করে সরকার। তাই গত বৃহস্পতিবার (২৮ মে) শেষ কর্মদিবস অফিস হয়ে শুক্রবার থেকে ছয় দিনের ঈদের ছুটি শুরু হয়। যদিও সরকার ঘোষিত ছয় দিনের মধ্যে শুক্র ও শনিবার দুদিনই ছিল সাপ্তাহিক ছুটি। তাই আজ কর্মস্থলে যোগ দেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা।

উল্লেখ্য, ৩ মে দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। গত ২৯ ও ৩০ এপ্রিল ছিল সপ্তাহিক ছুটি। এরপর ১ মে ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে ছিল ঈদের ছুটি। বৃহস্পতিবার এক দিন খোলা থাকার পর আবার (৬ ও ৭ মে) দুই দিন সাপ্তাহিক ছুটি।

আরও পড়ুন: রং বদলায়নি গ্রামের ঈদ উৎসবে (ভিডিও)

সম্পর্কিত

আরও পড়ুন

×