ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

আইসিসি র‍্যাংকিং থেকে বাদ পড়ল ১৯ দেশ

আইসিসি র‍্যাংকিং থেকে বাদ পড়ল ১৯ দেশ

সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২২ | ১৪:২৪ | আপডেট: ০৪ মে ২০২২ | ১৪:৩১

আরও পড়ুন: রুবেলকে ছাড়া প্রথম ঈদে স্ত্রী চৈতির আবেগঘন স্ট্যাটাস 

২০১৯ সালের মে মাস থেকে গত তিন বছরে ন্যুনতম ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ না খেলায় র‍্যাংকিং হারিয়েছে ১৯ দল। সহযোগী দেশগুলোর মধ্যে র‍্যাংকিংয়ে সবচেয়ে বেশি উন্নতি ঘটেছে পর্তুগাল ক্রিকেট দলের। তারা পাঁচ ধাপ এগিয়ে উঠে গেছে ৪৫ নম্বরে। মেক্সিকো, ফিলিপাইল ও আইল্যান্ড অব মান পাঁচটি করে ম্যাচ খেলেছে। তাই তারা আর একটি ম্যাচ খেললেই র‍্যাংকিংয়ে ঢুকে যাবে।

অন্যদিকে ফ্রান্স, পেরু, হাঙ্গেরি, সামোয়া, ব্রাজিলম চিলি ও তুরস্ক খেলেছে চারটি করে ম্যাচ। তাই তাদের প্রয়োজন আর দুই ম্যাচ। ভুটান আর চারটি ম্যাচ খেললে ঢুকে পড়বে র‍্যাংকিং সিস্টেমে। ফিজি, কোস্টারিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, সেইন্ট হেলেনা, চীন, ইন্দোনেশিয়া ও মায়ানমার কোনো ম্যাচই খেলেনি। তাই হারিয়েছে র‍্যাংকিং।

আরও পড়ুন

×