ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

এবার কাউন্টি খেলতে দেশ ছাড়ছেন আশরাফুল-কায়েসসহ ৬ ক্রিকেটার

এবার কাউন্টি খেলতে দেশ ছাড়ছেন আশরাফুল-কায়েসসহ ৬ ক্রিকেটার

ছবি: সংগৃহীত

নাহিদুর রহমান

প্রকাশ: ০১ মে ২০২২ | ১৪:২৫ | আপডেট: ০২ মে ২০২২ | ১২:০৪

আরও পড়ুন: মে দিবসে মাঠকর্মীদের শ্রদ্ধা জানিয়ে সাকিবের পোস্ট 

ঈদের পরই ৭ মে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন জাতীয় দলের সাবেক এই তারকারা। দীর্ঘসময় ধরে চলবে এই  টুর্নামেন্ট। এতে প্রায় চার মাস সেখানে অবস্থান করবেন ক্রিকেটাররা। এ টুর্নামেন্টে যারা যাচ্ছেন তারা হলেন মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, ফরহাদ রেজা, আরাফাত সানি, তানভীর ইসলাম, জহুরুল ইসলাম অমি ও সোহরাওয়ার্দী শুভ। 

রোববার (১ মে) চ্যানেল 24 অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে আশরাফুল বলেন, ইংল্যান্ডে কাউন্টি লিগের পর সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট হচ্ছে ডার্বিশায়ার কাউন্টি লিগ। সেখানের লেথুন পার্ক সিসি ক্লাবের হয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। তিনি বলেন, ‘আমার দল দুটো ম্যাচ খেলে ফেলেছে। আমি তৃতীয় ম্যাচ থেকে মাঠে নামতে পারব।’ 

উল্লেখ্য, ইংল্যান্ডের মাইনর কাউন্টি প্রিমিয়ার লিগে  ২০০৬, ২০১২ ও ২০১৯ সালে খেলেছেন  আশরাফুল। এছাড়া যারা যাচ্ছেন তাদের মধ্যে এনামুল জুনিয়রও খেলেছেন কয়েকবার।

আরও পড়ুন

×