ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

খুলনায় বিএনপির সমাবেশে পুলিশের বাধা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় বিএনপির সমাবেশে পুলিশের বাধা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

test

সমকাল ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২২ | ১১:২৫ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ১০:৩৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খুলনায় বিএনপির সমাবেশে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না।

শনিবার রাজধানীর ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনে বিসিএস উইমেন নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ যাদের গ্রেফতার করে তাদের নামে ওয়ারেন্ট আছে। এটা পুলিশের দায়িত্বের অংশ। যারা ভাঙচুর করে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। তবে সমাবেশকে কেন্দ্র করে পুলিশের কোনো বাধা নেই। খুলনায় বাস চলাচল বন্ধ রয়েছে বাসমালিকদের দাবি-দাওয়ার কারণে। এটার সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই।

এর আগে সভা তিনি বলেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী সারা বিশ্বে সমাদৃত। নারীরা যেখানে যে  দায়িত্বে আছেন, যোগ্যতা ও দক্ষতার সঙ্গে কাজ করছেন। দেশের প্রতিটি এলাকায় নারীদের প্রাধান্য দেখেছি। নারীরা নিজেদের যোগ্যতায় সামনে এগিয়ে আসছে।

এ সময় উপস্থিত ছিলেন- তথ্য কমিশনার সুরাইয়া বেগম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, বিসিএস উইমেন নেটওয়ার্কের সভাপতি ড. মোছাম্মৎ নাজমানারা খানম প্রমুখ।

সম্পর্কিত

আরও পড়ুন

×