ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

জাপানি প্রধানমন্ত্রীকে ‘সাজা’ দিলো রাশিয়া

জাপানি প্রধানমন্ত্রীকে ‘সাজা’ দিলো রাশিয়া

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২২ | ১৫:০৫ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

মস্কোর নিষেধাজ্ঞার তালিকায় কিশিদা এবং তার মন্ত্রিসভার প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন। এছাড়া আরও অর্ধশতাধিক সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো।

আরও পড়ুন: মসজিদে আজান হলো ঠিকই তবে শোনা গেল না মাইকে

বুধবার (৪ মে) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার বিরুদ্ধে প্রচারণা যুদ্ধ এবং অগ্রহণযোগ্য বক্তব্য দেয়ার দায়ে জাপানি ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিরা পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত রাশিয়ায় প্রবেশ করতে পারবে না বলেও জানিয়েছে রাশিয়া।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ অভিযানে শুর করে রাশিয়া। এরপর রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের মিত্র দেশ জাপানও রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে।

আরও পড়ুন: ধর্ষণের মামলা করতে থানায় গিয়ে ধর্ষণের শিকার হলেন কিশোরী!

জাপানের নিষেধাজ্ঞায় তালিকায় রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়েরা এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের স্ত্রীসহ ৩৯৮ জন। তারই পাল্টা পদক্ষেপ হিসেবে জাপানি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যসহ ৬৩ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল মস্কো।

আরও পড়ুন

×