ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

অ্যাম্বুলেন্স থেকে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অ্যাম্বুলেন্স থেকে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২২ | ১৩:৫৪ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

র‌্যাব কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার ফুলতলী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সের ভেতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যবসায়ীরা হলেন- জেলার সদর উপজেলার বিবির বাজার গিলাতলী গ্রামের আবুল কালামের ছেলে মেহেদী হাসান রাব্বি (২৬), বারপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মাইন উদ্দিন (২০) এবং কুচাইতলী এলাকার মাহেআলমের ছেলে মুন্না (১৯)। 

আরও পড়ুন: আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের কথা ভাবে: শিল্পমন্ত্রী

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর সাকিব হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জব্দ করা অ্যাম্বুলেন্সে করে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কেনা-বেচা ও সরবরাহ করে আসছিলেন।

সম্পর্কিত

আরও পড়ুন

×