ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

যে কারণে দরবার হলে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

যে কারণে দরবার হলে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

জাতীয় ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২২ | ১৫:৩৩ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

আজ রোববার (১ মে) দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী মঙ্গলবার (৩ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। ওই দিন পরিবারের সদস্য ও কিছু কর্মকর্তার সঙ্গে বঙ্গভবনের দরবার হলে ঈদের নামাজ আদায় করবেন আবদুল হামিদ। 

মূলত কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাব এড়াতে জাতীয় ঈদগাহের পরিবর্তে রাষ্ট্রপতি ভবনে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ পড়বেন তিনি।

আরও পড়ুন: দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, বঙ্গভবনে সকাল ৯টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নামাজের পর ক্রেডেনশিয়াল হলে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সম্পর্কিত

আরও পড়ুন

×