ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

অনির্দিষ্টকালের জন্য স্থগিত এশিয়ান গেমস

অনির্দিষ্টকালের জন্য স্থগিত এশিয়ান গেমস

সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২২ | ০৮:৩৫ | আপডেট: ০৬ মে ২০২২ | ০৮:৪৮

আরও পড়ুন: আইপিএলের পাঁচ বছরের পারিশ্রমিক দিয়ে কিনলেন স্বপ্নের বাড়ি

এশিয়ান গেমসের অফিসিয়ালি ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, 'চীনের হাংঝুতে ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমস স্থগিত করার ঘোষণা দিয়েছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। পরবর্তী কোন এক সময়ে এই প্রতিযোগিতার নতুন দিনক্ষণ জানানো হবে।' 

করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রায় এক সপ্তাহরও বেশি সময় ধরে সাংহাইয়ে পূর্ণ লকডাউন চলছে। আয়োজক শহর হাংজু চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের কাছে অবস্থিত। এই বছরের ফেব্রুয়ারিতে চীনে অনুষ্ঠিত হয়েছিল শীতকালীন অলিম্পিক। কঠোর জৈব সুরক্ষা বলয়ের মাধ্যমে আয়োজিত হয়েছিল সেই প্রতিযোগিতা। এশিয়ান গেমসের এবারের আসরও সেভাবেই আয়োজন করা হবে বলে তখন জানিয়েছিল অলিম্পিক কাউন্সিল অব এশিয়া।

আরও পড়ুন

×