ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২২ | ০৩:৫৭ | আপডেট: ০৬ মে ২০২২ | ০৪:০১

বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলমডাঙ্গা লাল ব্রিজের উপর এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ঘর দেওয়ার প্রলোভনে গৃহবধূকে যৌন হয়রানি

নিহত হুসাইন আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের কামালপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে। সে কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, বিকেলে হুসাইনসহ কয়েকজন লাল ব্রিজে ঘুরতে আসে।  ব্রিজের উপর রেললাইনে সেলফি তুলতে যায় হুসাইন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈদ স্পেশাল ট্রেনটি ব্রিজের উপর চলে আসে। ব্রিজের পাশে দাঁড়িয়ে নিজেকে রক্ষা করতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় নিচে নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। 

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদ রানা চ্যানেল 24 অনলাইনকে বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় কারও কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।” 

আরও পড়ুন

×