ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

ঈদের দিন উত্তেজনা চাই না, মহা আরতি বাতিল করে রাজ ঠাকরে

ঈদের দিন উত্তেজনা চাই না, মহা আরতি বাতিল করে রাজ ঠাকরে

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২২ | ০৩:৪৪ | আপডেট: ০৩ মে ২০২২ | ০৩:৪৮

নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট বার্তায় রাজ ঠাকরে বলেন যে, লাউডস্পিকারের সমস্যাটি ধর্মীয় বিষয় নয় বরং একটি সামাজিক বিষয়। তিনি বলেছিলেন এটি সম্পর্কে আরও বিস্তারিত পরিকল্পনা আজ মঙ্গলবার জানাবেন।

আরও পড়ুন: বাবাকে না পেয়ে দুই মেয়েকে ঘরে ঢুকে পেটাল পুলিশ, একজনের মৃত্যু

রোববার ঔরঙ্গাবাদে একটি সমাবেশে রাজ ঠাকরে বলেছিলেন যে তিনি মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণের জন্য তার ৩ মে ‘সময়সীমায়’ অবিচল আছেন। তিনি বলেন, লাউডস্পিকার অপসারণ না করা হলে ৪ মে থেকে সব হিন্দুদের উচিত মসজিদের বাইরে হনুমান চল্লিশা বাজানো।

এদিকে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিল বলেছেন যে, রাজ ঠাকরের সমাবেশের উদ্দেশ্য ছিল সমাজে বিভাজন তৈরি করা। রাজ ঠাকরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছেন দিলীপ।

আরও পড়ুন: ইরানি ড্রোনের কিছুই করতে পারল না ইসরায়েলের যুদ্ধবিমান

তিনি বলেন, সমাজে বিভাজন তৈরি করা ছাড়াও বক্তৃতাটি এনসিপি প্রধান শারদ পাওয়ারকে কেন্দ্র করে ছিল কারণ রাজ ঠাকরের কথা বলার মতো অন্য কোনো সমস্যা ছিল না। তার বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং অন্যান্য বিষয়ে কথা বলা উচিত ছিল কিন্তু বক্তব্যটি উত্তেজক ছিল।

আরও পড়ুন

×