ঢাকা বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

মসজিদে নববীর ঘটনায় গ্রেপ্তার হচ্ছেন ইমরান খান!

মসজিদে নববীর ঘটনায় গ্রেপ্তার হচ্ছেন ইমরান খান!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি - সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২২ | ১৩:৪৮ | আপডেট: ০১ মে ২০২২ | ১৪:০৪

এ ঘটনায় গত শুক্রবারই তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সৌদি দূতাবাস। 

জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের শীর্ষ নেতাসহ ১৫০ জনের বিরুদ্ধে ব্লাসফেমি আইনে মামলা হয়েছে।

মূলত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে হেনস্তা এবং ধর্মীয় বিধি-বিধান লঙ্ঘনের অভিযোগে রোববার (১ মে) এই মামলা দায়ের করা হয়েছে।

মামলার পরই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এদিন দৃঢ়ভাবে বলেছেন, ‘মদিনার মসজিদে নববী সফরকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার প্রতিনিধিদলের বিরুদ্ধে গুন্ডামি ও স্লোগান দেয়ায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হবে।’

এক বিবৃতিতে ইমরান খানকে ‘ফিতনা’ হিসেবে অভিহিত করে সানাউল্লাহ বলেন, ‘তাদের ওই কাজের জন্য কোনোভাবেই ক্ষমা করা হবে না। ইমরান খানকে অবশ্যই গ্রেফতার করা হবে।’

মন্ত্রী বলেন, ‘পবিত্রতা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মামলা না করার কোনো যুক্তি নেই। কোনো নাগরিক এ ঘটনায় পদক্ষেপ নিতে এগিয়ে এলে কোনো বাধা দেয়া হবে না। পবিত্র মসজিদে পিএমএল-এন নেতাদের হয়রানি করার জন্য পূর্বপরিকল্পিতভাবে করা হয়েছিল।’

এর আগে তিনদিনের সফরে গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে সৌদিতে পা রাখেন শাহাবাজ শরীফ ও তার দলবল। পরে নামাজ পড়তে যান মসজিদে নববীতে। সেখানেই অনভিপ্রেত ঘটনার সাক্ষী হতে হয়েছে শাহবাজদের।

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী-মন্ত্রীদের দেখেই তুলকালাম শুরু করেন একদল পাকিস্তানি হজ পালনকারী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, মহানবী (স)-এর মসজিদে শাহবাজ ও তার সঙ্গীদের দেখেই ‘চোর চোর’ স্লোগান শুরু করেন একদল পাকিস্তানি।

আরেক ভিডিওতে মসজিদের ভেতর পাকিস্তানের নতুন তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এবং জাতীয় পরিষদের সদস্য শাহজান বুগতির উদ্দেশে কিছু লোককে গালিগালাজ করতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে এক হজপালনকারীকে বুগতির চুল পেছন থেকে টেনে ধরতে দেখা গেছে।

আরও পড়ুন

×