ঢাকা বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

কাতার বিশ্বকাপের তিনটি প্লে অফ ম্যাচের তারিখ চূড়ান্ত

কাতার বিশ্বকাপের তিনটি প্লে অফ ম্যাচের তারিখ চূড়ান্ত

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২২ | ০৯:৩১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ | ১৭:৫৯

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য স্থগিত এশিয়ান গেমস

দুইটি আন্তমহাদেশীয় প্লে অফের তারিখ চূড়ান্ত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে চলতি বছরের ১৩ এবং ১৪ জুন, ভেন্যু হিসেবে রাখায় হয়েছে দোহার আহাম্মদ বিন আলি স্টেডিয়ামে।
 
আন্তমহাদেশীয় প্লে অফের আগে একই ভেন্যুতে ৭ জুন মাঠে নামবে এশিয়ার দুই দেশ অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। মহাদেশীয় প্লে অফের এই ম্যাচের জয়ী দল মুখোমুখি হবে ল্যাটিন আমেরিকার দেশ পেরুর।

১৩ জুন অনুষ্ঠিত হবে প্রথম আন্তমহাদেশীয় প্লে অফ। এই ম্যাচের জয়ী দলই খেলবে কাতার বিশ্বকাপের মূল পর্ব। তারা খেলবে ‘ডি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স, ডেনমার্ক এবং তিউনিশিয়া।
 
এছাড়াও দ্বিতীয় প্লে অফে ১৪ জুন মুখোমুখি হবে কোস্টারিকা এবং নিউজিল্যান্ড। এই দুই দলের ম্যাচের জয়ী দেশ খেলবে বিশ্বকাপের ‘ই’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে স্পেন, জার্মানি এবং জাপান।

আন্তর্জাতিক প্লে অফের সবগুলো ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৯ টায়।

সম্পর্কিত

আরও পড়ুন

×