ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে কাজের অভাব হবে না: পরিকল্পনামন্ত্রী

প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে কাজের অভাব হবে না: পরিকল্পনামন্ত্রী

ছবি সংগৃহীত

জাতীয় ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২২ | ১৫:৪৪ | আপডেট: ০৫ মে ২০২২ | ১৬:৫৭

আজ  বৃহস্পতিবার (৫ মে) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ সদরে দুই মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যুব উন্নয়ন অধিদফতর ও উপজেলা প্রশাসন এর আয়োজন করেছে। 

কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে এম এ মান্নান বলেন, ‘সরকার এখন টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি- এসবের দিকে বেশি নজর দিচ্ছে। সারা দুনিয়ার ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি ও জ্ঞান বিজ্ঞানের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে চলতে হলে আমাদেরও এগিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘কারিগরি শিক্ষা বাড়ানোর জন্য শান্তিগঞ্জে আরেকটি ট্রেনিং সেন্টার হবে। এককথায়, জনগণকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে সবধরনের কাজ করব আমরা।’ 

মন্ত্রী বলেন, ‘আমাদের প্রবাসীরা বিভিন্ন দেশে কাজ করছেন। অনেক কষ্ট করে তারা দেশে টাকা পাঠাচ্ছেন। তাদের কাজকে আমরা সম্মান জানাই। তবুও যদি তারা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে বিদেশ যান, তাদের কাজের অভাব হবে না। এজন্য প্রশিক্ষণের কোনও বিকল্প নেই।’

আরও পড়ুন: রমজান ও ঈদে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে

তিনি বলেন, কাজ শেখা অনেক সম্মানের বিষয়। এখন দেশে অনেকে প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসে মাসে ৩ থেকে ৪ লাখ টাকা আয় করছে। নিজে নিজের কাজ না করলে সম্মান পাওয়া যায় না। এতে আত্মসম্মান থাকে।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার উজ জামান, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক শাহনুর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন

×