ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চাঁদ দেখায় একদিন আগেই ঈদ উদযাপন করছে পাকিস্তানের একটি প্রদেশ

চাঁদ দেখায় একদিন আগেই ঈদ উদযাপন করছে পাকিস্তানের একটি প্রদেশ

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২২ | ০৫:১৯ | আপডেট: ০২ মে ২০২২ | ০৫:২৪

পাকিস্তানের পার্বত্যময় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। রোববার প্রদেশটির মুখ্যমন্ত্রী মাহমুদ খানের বিশেষ সহকারী ব্যারিস্টার ড. মুহাম্মদ আলি সাইফ এ ঘোষণা দেন। খবর জিও টিভির।

আরও পড়ুন: যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ভিডিও ভাইরাল করল অভিযুক্তরা

সাইফ তার টুইটার অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে জানান, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ১৩০টি জায়গা থেকে শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পেয়েছে সরকার। তিনি বলেন, খাইবার পাখতুনখাওয়া সরকার আনুষ্ঠানিকভাবে ২ মে (সোমবার) ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার প্রদেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদুল ফিতর উদযাপিত হবে।

এমনকি কেন্দ্রীয় সরকারকে তাদের সিদ্ধান্ত বিবেচনার জন্যও আহ্বান জানিয়েছে পেশাওয়ারের স্থানীয় চাঁদ দেখা কমিটি। তবে পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রী আব্দুল শাকুর বলেছেন, রুয়েত-ই-হিলাল কমিটি একটি স্বাধীন সংস্থা এবং ফেডারেল সরকার এটিকে ‘নির্দেশ’ দিতে পারে না।

আরও পড়ুন: ৩ মে’র মধ্যে সব মসজিদ থেকে মাইক সরাতে হবে: রাজ ঠাকরে

আরও পড়ুন

×